খুব সহজেই ছারপোকা তাড়ানোর উপায়

Home Page » ফিচার » খুব সহজেই ছারপোকা তাড়ানোর উপায়
শুক্রবার, ১০ জুন ২০১৬



বঙ্গ-নিউজঃ 972a98950c5e5b6a75b1919476fc7fbc.jpgরক্তচোষা এই পতঙ্গটি সত্যিই খুব বিরক্তিকর। এরা রাতের বেলায় বেশি সক্রিয় থাকে। তাই বলে যে দিনের বেলায় কামড়াবে না এমন না। অর্থাৎ দিনরাত সব সময়ই এরা কুট করে কামড়ে রক্ত চুষে খায়। এক কথায় এরা আপনার বিছানায় আছে তো আপনার আরামের ঘুম মাটি হবে।
যদি আপনি ছারপোকা না দেখে থাকেন তবে বলতে হয় আপনি খুবই ভাগ্যবান অথবা ভাগ্যবতী। রক্তচোষা এই পতঙ্গটি সত্যিই খুব বিরক্তিকর। এরা সাধারণত ম্যাট্রেস, কুশন, বালিশের কভার, সোভা, ট্রাভেলিং ব্যাগ, কম্বলে থাকে। তাছাড়াও আপনার ভ্রমণকে নিরানন্দ করতেই বুঝি এরা ট্রেন, বাস ইত্যাদির সিটেও থাকে।এরা রাতের বেলায় বেশি সক্রিয় থাকে। তাই বলে যে দিনের বেলায় কামড়াবে না এমন না। অর্থাৎ দিনরাত সব সময়ই এরা কুট করে কামড়ে রক্ত চুষে খায়। এক কথায় এরা আপনার বিছানায় আছে তো আপনার আরামের ঘুম মাটি হবে। তবে এদেরকে খুব সহজেই তাড়ানো যায়। আসুন কিছু উপায় জেনে নেই।

ধোয়া:
আপনার বাসায় ছারপোকা দেখা গেলে সবচেয়ে ভাল উপায় হবে কুশন, বিছানাপত্র, ম্যাট্রেস ইত্যাদি গরম পানি দিয়ে ধোয়া বা সিদ্ধ করা। এর ফলে ছারপোকা ও ডিম উভয়েই দূর হবে। ধোয়া কাপড় গুলো প্লাস্টিকের ব্যাগের ভিতর রাখতে হবে।

তাপের ব্যবহার:
ছারপোকা সাধারণত ১১৩ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রাতে মারা যায়। এরা অত্যধিক সূর্যের তাপ সহ্য করতে পারে না। তাই সূর্যের তাপে সহজেই ছারপোকা মারতে পারেন। মাঝেমাঝেই আপনার বিছানাপত্র, ম্যাট্রেস ইত্যাদি রোদে দিবেন।

কীটনাশকের ব্যবহার:
এটিও ছারপোকা তাড়ানোর একটি ভাল উপায়। বিছানাপত্রের উপর হালকা করে কীটনাশক স্প্রে করতে পারেন। ভাল ফলাফল পেতে স্প্রে করার পর কয়েক ঘন্টা পর্যন্ত রোদে রাখতে হবে।

ট্যালকম পাউডারের ব্যবহার:
শিশুদের ব্যবহার্য ট্যালকম পাউডার ছারপোকা আছে এমন আসবাবপত্রে ছিটিয়ে দিন। এতে ছারপোকার শ্বাসরোধ হয়ে মারা যাবে। ট্যালকম পাউডারের পাশাপাশি আসবাবপত্র গুলোও কয়েক ঘন্টার জন্য রোদে রাখুন ছারপোকা আপনার বাসা ছাড়বেই।

অ্যালকোহলের ব্যবহার:
ছারপোকা প্রবণ স্থানে অ্যালকোহল ছড়িয়ে দিলেও ছারপোকা মারা যাবে।

রুম পরিষ্কার রাখা:
কলেজ বিশ্ববিদ্যালয়ের হল বা মেসে থাকলে প্রথমেই আপনার রুমটি পরিষ্কার করবেন। বিশেষত আপনার বিছানার নিচে থাকা পুরাতন কাগজ, বইপত্র ইত্যাদি ছারপোকার বসবাস ও ডিম পাড়ার জন্য খুবই প্রিয় স্থান। তাই সেগুলোকে সরিয়ে রাখুন।

অন্যান্য লক্ষণীয় বিষয়:
আপনার বিছানাটি দেয়াল থেকে দূরে রাখবেন, যে কোন ফাঁটল প্লাস্টিক টেপ দ্বারা বন্ধ করে দিন। তাছাড়াও বিছানায় প্লাস্টিক সিট বিছিয়ে দিতে পারেন।

যদি আপনার বিছানা কিংবা বাসা বাড়িতে ছারপোকা থাকে তবে আমি নিশ্চিত আপনি শান্তিতে ঘুমাতে পারছেন না। তাই উপরের নিয়মগুলো অনুসরণ করুন। আশা করি আপনার শান্তিপূর্ণ ঘুম ফিরে আসবে।

বাংলাদেশ সময়: ১৩:২৯:৫০   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ