একাদশে ভর্তির আবেদন ১২ লাখ

Home Page » শিক্ষাঙ্গন » একাদশে ভর্তির আবেদন ১২ লাখ
বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬



বঙ্গ-নিউজ:  মাধ্যমিকে উত্তীর্ণদের মধ্যে এই পর্যন্ত প্রায় ১২ লাখ শিক্ষার্থী কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছেন। এবার উত্তীর্ণদের মধ্যে পৌনে তিন লাখ শিক্ষার্থী বুধবার বিকাল পর্যন্ত আবেদন করেননি। আবেদনের সময় শেষ হবে বৃহস্পতিবার। বুধবার বিকাল পৌনে ৫টা পর্যন্ত অনলাইনে ৩৭ লাখ ৭২ হাজার ৭৬৬টি এবং এসএমএসে ৩ লাখ ৮৬ হাজার ৯৯৮টি আবেদন জমা পড়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির কলেজ পরিদর্শক মো. আশফাকুস সালেহীন জানিয়েছেন।এবার কলেজে ভর্তিতে অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ ১০টি এবং এসএমএসের মাধ্যমে আরও ১০টিসহ মোট ২০টি কলেজে আবেদনের সুযোগ রয়েছে। সালেহীন বলেন, একজন আবেদনকারী যতগুলো কলেজকে তার পছন্দক্রমে রাখবে সার্ভারে ততটি আবেদন হিসেবে গণ্য হচ্ছে। ওই সময় পর্যন্ত মাধ্যমিক উত্তীর্ণ ১১ লাখ ৯২ হাজার ৪২৩ জন শিক্ষার্থী কলেজে ভর্তিতে আবেদন করেছেন বলে জানান সালেহীন। এর মধ্যে ৮ লাখ ৬৫ হাজার ৪৯৯ জন অনলাইনের মাধ্যমে এবং ৩ লাখ ৫৮ হাজার ৩৬০ জন এসএমএসে আবেদন করেছেন।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন পাস করেছেন। বুধবার বিকাল পর্যন্ত আবেদন করেছেন ১১ লাখ ৯২ হাজার ৪২৩ জন। এই হিসেবে ২ লাখ ৮১ হাজার ১৭১ জন এখনও আবেদন করেননি। সালেহীন বলেন, কোনো জটিলতা ছাড়াই শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। ৯ জুন বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

এখনও যারা আবেদন করেনি তাদের নির্ধারিত সময়ে তা করার পরামর্শ দেন তিনি। যারা কম কলেজে আবেদন করেছে তারা যেন অনলাইনে ঢুকে বেশি করে কলেজে আবেদন করেন, যেন বাদ পড়ার সম্ভাবনা না থাকে। যে কোনো একটি কলেজে যেন প্রথম দফায়ই ভর্তি হতে পারে, এই পরামর্শও দেন শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের প্রথম দিন গত ২৬ মে সার্ভার জটিলতা না ঘটলেও সকালের দিকে কয়েক ঘণ্টার জন্য রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে এসএমএসে ফি জমা দিতে বিড়ম্বনায় পড়ে শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ জুলাই কলেজে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানান আশফাকুস সালেহীন।

আসনের বিপরীতে নির্বাচিত তালিকা থেকে ১৮ থেকে ২২ জুন শিক্ষার্থী ভর্তি করা হবে। অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ২৩ থেকে ৩০ জুন। আগামী ১০ জুলাই একাদশে ক্লাস শুরুর পর ১০ থেকে ২০ জুলাই বিলম্ব ফি দিয়ে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। টেলিটকের প্রি-পেইড মোবাইল ব্যবহার করে ১৫০ টাকা ফি জমা দিয়ে অনলাইনে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাচ্ছে। আর এসএমএসের মাধ্যমে প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি জমা দিয়ে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন জমা দিচ্ছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪:০৭:০৫   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ