এবার ঈদের টেলিফিল্মে তারিন-হৃদয় খান

Home Page » ফিচার » এবার ঈদের টেলিফিল্মে তারিন-হৃদয় খান
বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬



বঙ্গ-নিউজ: আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু ভালো ভালো গল্পের নাটক টেলিফিল্মে কাজ করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তারিন। এরই মধ্যে কয়েকটি কাজ তিনি শেষও করেছেন। গতকাল থেকে রাজধানীর উত্তরায় তন্ময় শুটিং হাউজে তারিন শুরু করেছেন ঈদের একটি টেলিফিল্মের কাজ। নাম ‘ক্ষরণ’। এর গল্প রফিকুল ইসলাম পল্টুর এবং চিত্রনাট্য, নির্দেশনা দিচ্ছেন তন্ময় তানসেন। এই টেলিফিল্মে এবারই প্রথম দর্শক তারিনের বিপরীতে হৃদয় খানকে অভিনয় করতে দেখবেন। এরই মধ্যে হৃদয় খান এসএ হক অলিকের নির্দেশনায় পূর্ণিমার বিপরীতে ও রাজের নির্দেশনায় তিশার বিপরীতে কাজ করেছেন। এবার তিনি গুণী অভিনেত্রী তারিনের বিপরীতে অভিনয় করছেন। পরিচালক তন্ময় তানসেন জানান, ‘ক্ষরণ’ টেলিফিল্মের গল্প মূলত কর্পোরেট ওয়ার্ল্ডের লাইফ স্টাইলের। সেই কর্পোরেট ওয়ার্ল্ডের কর্পোরেট লেডি ন্যায়না। এ চরিত্রে অভিনয় করছেন তারিন। তারই সঙ্গে এক সময় সম্পর্কে জড়িয় পড়েন আর্কিটেক্ট শাওন। শাওন চরিত্রে অভিনয় করছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, আমি যে চরিত্রে অভিনয় করছি সেটি খুব স্বাধীনচেতা। যার চিন্তাধারা খুব মডার্ন। যে কারণে ড্রেস-আপে বেশ পরিবর্তন আনতে হয়েছে। এতে চরিত্রের কারণে আমাকে ধূমপান করতে হয়েছে। যা বাস্তব জীবনে কখনোই আমার পক্ষে সম্ভব নয়। আমার চারপাশে যারা আছেন তারা সবাই জানেন যে সিগারেটের ধোঁয়া আমার সহ্যই হয় না। কিন্তু চরিত্রটির জন্যই তা করা। আর তন্ময় তানসেনের নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। হৃদয়ের সঙ্গে এর আগে স্টেজ শোতে একসঙ্গে গেয়েছি। কিন্তু অভিনয় এবারই প্রথম। আশাকরি ভালো একটি কাজ হবে। হৃদয় খান বলেন, তারিন আপুর সঙ্গে এর আগে মঞ্চে কাজ করেছি। তার সঙ্গে আমার অভিনয় এবারই প্রথম। তিনি খুব সহযোগিতাপরায়ণ একজন শিল্পী কাজ করতে গিয়ে অনুভব করছি। আর তন্ময় তানসেনের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তাকে আমি আগে চাচা বলে ডাকতাম। কিন্তু এই কাজ করতে এসে আমরা এখন ভাই ভাই, এই বিষয়টিও দারুণভাবে উপভোগ করছি। দৃকের ব্যানারে টেলিফিল্মটি প্রযোজনা করছেন সৈয়দ ইরফান উল্যাহ। আসছে ঈদে চ্যানেল নাইনে প্রচারের লক্ষ্যে এটি নির্মাণ হচ্ছে বলে জানান নির্মাতা তন্ময় তানসেন।

বাংলাদেশ সময়: ১৩:১৮:২২   ৫০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ