বঙ্গ-নিউজ: নারীদের জন্য ঐতিহাসিক একটি মুহূর্ত উপহার দেওয়ার পর্যায়ে পৌঁছাতে সাহায্য করার জন্য নিজের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন হিলারি ক্লিনটন। আর সেই পর্যায়টি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পার্টি থেকে মনোনয়ন।মঙ্গলবার নিউ ইয়র্কের ব্রুকলিনে এক উৎসবমুখর অনুষ্ঠানে নিজেকে ডেমক্রেটিক পার্টির মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী বলে ঘোষণা করেছেন হিলারি ক্লিনটন।
যুক্তরাষ্ট্রের ২২৭ বছরের ইতিহাসে এই প্রথম একজন সম্ভাব্য নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী দেশটির একটি প্রধান দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। এ পর্যায়ে আসতে নিজের ভূমিকাকে ব্রুকলিনের এই অনুষ্ঠানে উদযাপন করেছেন হিলারি।
বিবিসি বলছে, উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে হিলারি বলেন, “আপনাদের ধন্যবাদ, আমরা একটি মাইলস্টোনে পৌঁছেছি।”
তিনি বলেন, “আমাদের জাতির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী একটি প্রধান দলের মনোনীত প্রার্থী হতে যাচ্ছে।”
নিউ জার্সি অঙ্গরাজ্যের মনোনয়ন ভোটাভুটিতে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে পরাজিত করার কিছুক্ষণ পর ৬৮ বছর বয়সী হিলারি এসব কথা বলেন।
সিএনএন প্রকাশিত ফলাফলে দেখা যায়, নিউ জার্সির প্রাইমারির ৯৮ শতাংশ ভোট গণনার পর হিলারির পক্ষে ৬৩ শতাংশ ভোট এবং স্যান্ডার্সের পক্ষে ৩৭ শতাংশ ভোট পড়েছে।
রাজ্যেটিতে হিলারিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এর আগে সোমবার প্রভাবশালী একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছিল, ডেমক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ২,৩৮৩টি ডেলিগেট ভোট সংগ্রহ করে নিয়েছেন হিলারি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ছয়টি অঙ্গরাজ্যে ডেমক্রেটিক দলের প্রাইমারি ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এসব অঙ্গরাজ্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালিফোর্নিয়াও আছে। এখানে দলটির দুই মনোনয়ন প্রত্যাশীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছিল, স্যান্ডার্স রাজ্যটিতে জয় পাবেন বলে আশাবাদী ছিলেন।
তবে ৩২ শতাংশ ভোট গণনার পর অঙ্গরাজ্যটিতে হিলারি ৬২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন, স্যান্ডার্স পেয়েছেন ৩৭ শতাংশ ভোট।
অপর চারটি রাজ্যের মধ্যে নিউ মেক্সিকোতে ৫২ শতাংশ ভোট পেয়ে হিলারি জয়ী হন, স্যান্ডার্স পেয়েছেন ৪৮ শতাংশ ভোট; নর্থ ডাকোটায় ৬৪ শতাংশ ভোট পেয়ে জয়ী স্যান্ডার্স, হিলারি পেয়েছেন ২৬ শতাংশ ভোট।
সাউথ ডাকোটায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫১ শতাংশ ভোট পেয়ে জয়ী হিলারি, স্যান্ডার্স পেয়েছেন ৪৯ শতাংশ ভোট এবং মন্টানার ৫২ শতাংশ ভোট গণনার শেষে ৪৮ শতাংশ ভোট পেয়ে স্যান্ডার্স এগিয়ে রয়েছেন, ৪৭ শতাংশ ভোট পেয়ে হিলারিও তেমন পিছিয়ে নেই।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় স্যান্ডার্স জয়ী হলেও হিলারিকে ধরতে পারবেন না। কিন্তু এই জয়ে জুলাইয়ে দলের সম্মেলন পর্যন্ত হিলারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখার রসদ পেয়ে যাবেন স্যান্ডার্স। আর এতে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে হিলারিকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হিসেবে তুলে ধরতে পারবেন তিনি।
এই বিষয়টিকেই পুঁজি করে ২৭ জুলাই ডেমক্রেটিক পার্টির সম্মেলন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান ৭৪ বছর বয়সী ভারমন্টের সিনেটর স্যান্ডার্স। ওই সম্মেলনেই দলটির প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
আগামী মঙ্গলবার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় ডেমক্রেটিক পার্টির শেষ প্রাইমারি ভোটাভুটি অনুষ্ঠিত হবে
বাংলাদেশ সময়: ১২:৪০:৫৪ ৩৬৪ বার পঠিত