শ্রীলঙ্কায় পুরস্কৃত হল চিরকুট

Home Page » বিনোদন » শ্রীলঙ্কায় পুরস্কৃত হল চিরকুট
বুধবার, ৮ জুন ২০১৬



বঙ্গ-নিউজ: chirkutt.jpgপ্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত হল বাংলাদেশি ব্যান্ড চিরকুট। আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’ সিনেমাটির জন্য শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সার্ক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট অরিজিনাল স্কোর’-এর অ্যাওয়ার্ড জিতেছে ব্যান্ডটি।

খবরটি সোমবার ফেইসবুকে চিরকুট দলের পেইজ থেকে জানানো হয়। এরপর গ্লিটজকে বিষয়টি নিশ্চিত করেন ব্যান্ডটির ভোকাল শারমিন সুলতানা সুমি।

চিরকুট-এর তরফ থেকে এ ব্যাপারে সুমি বলেন, “আমরা এর আগে দেশের বাইরে অনেক শো করেছি। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে পুরষ্কার জেতাটা এই প্রথম। অবশ্যই আমাদের সবার খুবই ভাল লাগছে।”

চিরকুটের সদস্যদের পরিবারের সকলকে এবং ভক্তদের এই পুরস্কার উৎসর্গ করেছেন বলেই জানান সুমি।

তিনি আরও জানান, শ্রিলঙ্কায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস চিরকুটের তরফ থেকে পুরস্কারটি গ্রহণ করে।

এপিক ফিউশনধর্মী ব্যান্ড চিরকুট আলোচনায় আসে তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ দিয়েই। ‘কানামাছি’, ‘মরে যাবো রে’, ‘খাজনা’, ‘জাদুর শহর’-এর মতো শ্রোতাপ্রিয় গানের স্রষ্টা তারা।

সার্কভুক্ত সাতটি দেশের ২০টি সিনেমা নিয়ে পয়লা জুন শুরু হয় সপ্তাহব্যপি সার্ক চলচ্চিত্র উৎসব। ভারতীয় সিনেমা ‘মাসান’-এর প্রদর্শনীর মাধ্যমে পর্দা ওঠে আয়োজনটির।

বাংলাদেশ থেকে উৎসবটিতে অংশ নেয় ‘জালালের গল্প’ ও ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। এরমধ্যে ‘বেস্ট অরিজিনাল স্কোর’ ছাড়াও সেরা চিত্রগ্রহণের পুরস্কার জিতে নেয় ‘জালালের গল্প’।

বাংলাদেশ সময়: ১২:২৮:২০   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ