ইউরো না জিতলেও ব্যালন ডি’অর রোনালদোর

Home Page » আজকের সকল পত্রিকা » ইউরো না জিতলেও ব্যালন ডি’অর রোনালদোর
মঙ্গলবার, ৭ জুন ২০১৬



ronaldo-bg20160606160920.jpgবঙ্গ-নিউজঃ চ্যাম্পিয়নস লিগ জিতে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুমই কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এটিই পর্তুগিজ তারকাকে চতুর্থবারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি এনে দেবে বলে বিশ্বাস রবার্তো কার্লোসের। ইউরো মিশনে ব্যর্থ হলেও ২০১৬ ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড রোনালদোর হাতে উঠবে বলেই মনে করেন রিয়ালের সাবেক ব্রাজিলিয়ান তারকা।

ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে টানা চার মৌসুম ধরে সর্বোচ্চ গোলস্কোরার রোনালদো। ২০১৫-১৬ মৌসুমে প্রতিপক্ষের জালে ১৬ বার বল জড়ান সিআর সেভেন। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে রোনালদোর শট জালে জড়াতেই ১১তম ইউরোপিয়ান কাপ জয়ের উল্লাসে মাতে গ্যালাকটিকোরা।

ক্লাবের হয়ে অসাধারণ মৌসুম শেষে এবার রোনালদোর সামনে ইউরো চ্যালেঞ্জ (১০ জুন শুরু)। তিনবারের ফিফা বর্ষসেরার ‍হাত ধরে অধরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে আসবে সে আশাই তো করছেন পর্তুগিজরা। এর আগে ঘরের মাঠে ২০০৪ আসরের ফাইনালে গ্রিসের কাছে ফিগো-রোনালদোদের স্বপ্নভঙ্গ হয়েছিল।

রবার্তো কার্লোসের চোখে, ইউরো না জিতলেও ব্যালন ডি’অর জেতার দৌড়ে সবার উপরেই থাকবেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগ জয়ই মর্যাদাপূর্ণ এ পুরস্কারের জন্য যথেষ্ট বলে মনে করেন ২০০২ বিশ্বকাপ জয়ী, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ২০১৬ ডি’অর জিতবে, এমনকি সে যদি ইউরো নাও জেতে তবুও সেই হবে বর্ষসেরা। লিওনেল মেসি একজন ভালো খেলোয়াড়। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জয় অনেক গুরুত্ব বহন করে। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশ্বের সেরা খেলোয়াড় মীমাংসিত হয়। আমি মনে করি, সে (রোনালদো) আবারো বিশ্বসেরা হবে।’

স্বদেশী নেইমারের কথাও তুলে ধরেন কার্লোস। অদূর ভবিষ্যতে মেসির বার্সা সতীর্থের হাতে ফিফা ব্যালন ডি’অর উঠবে বলে আশা প্রকাশ করেন রিয়ালে ১১ বছর (১৯৯৬-২০০৭) কাটানো এ কিংবদন্তি লেফট ব্যাক, ‘নেইমারকে অবশ্যই তার বর্তমান পারফরম্যান্স ধরে রাখতে হবে এবং কোনো একদিন সেও সেরাদের সেরা হবে।’

বাংলাদেশ সময়: ২:৪৯:৩০   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ