‘বিভ্রান্তিকর’ দল নির্বাচন পদ্ধতি আনছে বিসিবি

Home Page » ক্রিকেট » ‘বিভ্রান্তিকর’ দল নির্বাচন পদ্ধতি আনছে বিসিবি
সোমবার, ৬ জুন ২০১৬



bcb set to introduce a misleading selection system for national team

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নির্বাচনের জন্য প্রথাগত পদ্ধতি ভেঙে নতুন পদ্ধতি আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আদতে যা যে পদ্ধতিতে একটি ‘বিভ্রান্তিকর’ পদ্ধতি বলেই মনে হয়েছে। নতুন পদ্ধতিতে দল নির্বাচিত হবে দুটি ভিন্ন স্তরে। এতে জাতীয় দলের কোচের সঙ্গে সম্পৃক্ত থাকবেন দলীয় ম্যানেজারও!
পৃথিবীর কোনো দেশে দল নির্বাচনে ম্যানেজারের ভূমিকা থাকে না। সেটা থাকার কথাও নয়। কারণ দলীয় ম্যানেজার একটি ‘অ্যাডমিনিস্ট্রেটিভ’ পদ। খেলোয়াড়দের সুযোগ- সুবিধা বা এ ধরনের দায়িত্ব পালনের জন্যই ম্যানেজার পদ সৃষ্টি করা হয়েছে। কিন্তু বিসিবির নতুন দল নির্বাচন পদ্ধতিতে ম্যানেজারও হয়ে যাচ্ছেন নির্বাচক।

রোববার বিসিবিতে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানান, নির্বাচক প্যানেল এবং নির্বাচক কমিটি নামে আলাদা দুটি বিভাগ দল নির্বাচন করবে। কিন্তু নির্বাচন প্যানেল আদতে কী কিংবা নির্বাচক কমিটির নতুন অর্থ কী; তা তিনি স্পষ্ট করে বলেননি।

দল নির্বাচনের প্রক্রিয়া জানাতে গিয়ে পাপন জানান, ‘নির্বাচক প্যানেল’ বলে যে বিভাগ থাকবে, তারা একটি দল বানাবে। এই দল পড়ে যাবে ‘নির্বাচক কমিটির’ টেবিলে।

সেখানে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান, কোচ ও ম্যানেজার থাকবেন। ম্যানেজারের কাজ হবে অধিনায়ক ও সহঅধিনায়কের মতামত নির্বাচন প্রক্রিয়ায় স্থাপন করা। অর্থাৎ দল নির্বাচনে অধিনায়কের সরাসরি অংশগ্রহণ আর থাকছে না।

অথচ সারা বিশ্বে দল নির্বাচনে অধিনায়কের সরাসরি অংশগ্রহণ থাকে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড হঠাৎ সেখানে ম্যানেজারের মতো পদ কেনো নির্বাচন প্রক্রিয়ায় ঢুকিয়ে দিলো, তা বোধগম্য নয়। বিসিবি সভাপতি এর কোনো সন্তোষজনক ব্যাখ্যাও দিতে পারেননি।

নতুন নির্বাচন প্রক্রিয়ায় দল নির্বাচনে নিরপেক্ষতা কতোটুকু থাকবে, তা প্রশ্নের মুখে পড়ে গেলো। কারণ নির্বাচকরা এখন আর নিজেরাই দল বানাতে পারবেন না। তাদের দলেও কাটাছেঁড়রার বিস্তর সুযোগ থেকে যাচ্ছে নতুন পদ্ধতিতে। ছয় সদস্যের এই নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যন্ত কার্যকর হলে ক্রিকেট বিশ্বে নতুন এক নজিরই গড়ে ফেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই নজির কতোটা ইতিবাচক আর কতোটা হাস্যকর; এ ব্যাপারটা সমাধান করার ভার আপাতত সময়ের হাতে!

বাংলাদেশ সময়: ১২:১১:৪১   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ