আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না অর্থমন্ত্রী

Home Page » প্রথমপাতা » আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না অর্থমন্ত্রী
সোমবার, ৬ জুন ২০১৬



abul-mal-abdul-muhit-at-perliament1.jpgবঙ্গ-নিউজঃ দশম সংসদ নির্বাচনই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের শেষ নির্বাচন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমার রাজনৈতিক জীবন শেষ দিকে চলে এসেছে। আমি আর সংসদ নির্বাচনে অংশ নেব না।

প্রবীণ এবং আলোচিত এই অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত। আমি সেসময় পর্যন্তই রাজনীতিতে থাকবো।

৫ জুন রোববার বিকালে সিলেট বিভাগের প্রকল্পগুলো নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তার উত্তসূরি হিসেবে তার ভাই আবুল মোমেনের নাম উচ্চারণ করেন।

তবে রাজনীতি থেকে অবসরের কথা এর আগেও জানিয়েছিলেন মন্ত্রী। সচিবালয়ে তিনি বলেন, সরকারের মেয়াদ শেষে অর্থাৎ ২০১৯ সালে ঘোষণা দিয়েই অবসরে যাবো।

অর্থমন্ত্রী তার উত্তসূরি হিসেবে সরকারের সাবেক আমলা, তার ভাই এবং জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী রাষ্ট্রদূত আবুল মোমেনের কথা বলেন। তিনি বলেন, মোমেন রাজনীতিতে আসার চেষ্টা করছে। চেষ্টা করছে রাজনীতিতে নিজের জায়গা করে নিতে। পরে কি হবে সেটাতো বলতে পারছি না।

অর্থমন্ত্রীর নিজ এলাকার বিভিন্ন প্রকল্প সম্পর্কে তিনি বলেন, চলতি বছর প্রকল্প বাস্তবায়নে কাঙ্ক্ষিত লক্ষ অর্জিত হয়নি। আগের বছর ফলাফল ভালো ছিল তাই আত্মতুষ্টিতে ভুগেই এবার ভরাডুবি হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য দিস ইয়ার ইজ নট গুড।

বাংলাদেশ সময়: ১২:০২:৩৭   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ