খালেদা জিয়ার সিম বন্ধ হয়ে গেছে -তারানা হালিম

Home Page » প্রথমপাতা » খালেদা জিয়ার সিম বন্ধ হয়ে গেছে -তারানা হালিম
রবিবার, ৫ জুন ২০১৬



khaleda_25.jpgবঙ্গ-নিউজঃ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করেননি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফলে তার কাছে কোনো সিম বা রিম সংযোগ থাকলে তা বন্ধ হয়ে গেছে। সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ সচিবালয়ে এ সব কথা বলেন তারানা। এর আগে তিনি সিম নিবন্ধন পরিস্থিতি নিয়ে মোবাইল অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

প্রতিমন্ত্রী আরো জানান যে, এখন পর্যন্ত ১১ কোটি ৬০ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে। সে হিসেবে আর এক কোটি ৪০ লাখ সিম এখনো অনিবন্ধিত। সরকারি হিসেব মতে বাংলাদেশে মোট ১৩ কোটি সিম এতোদিন সচল ছিলো।

এ দিকে খালেদা জিয়ার সিম নিবন্ধন না করা নিয়ে সমালোচনা করেছেন তারানা। তিনি বলেন, ‘খালেদা জিয়া বড় একটি রাজনৈতিক দলের প্রধান। তিনি সিম নিবন্ধন করলে সেটা দায়িত্বশীলতার পরিচয় হতো। তবে এখনো তিনি ফি দিয়ে সিম নিবন্ধন করতে পারবেন।’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাস থেকে বায়েমেট্রিক পদ্ধতিতে বা আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন শুরু হয়। বিশ্বের কোনো উন্নত দেশে এই পদ্ধতিতে সিম নিবন্ধন না হলেও বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রথম  দিকে জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিলো না।

কিন্তু নিবন্ধন না করলে সিম বন্ধ হয়ে যাবে এবং তথ্য হারাবে না, সরকারের এমন ঘোষণার পর সিম নিবন্ধন করেন গ্রাহকরা।

বাংলাদেশ সময়: ২২:৫৭:০২   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ