বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দুরা ; ভারতের নাগরিকত্ব পেতে পারেন

Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দুরা ; ভারতের নাগরিকত্ব পেতে পারেন
শুক্রবার, ৩ জুন ২০১৬



hindus-of-bangladesh-and-pakistan-might-get-chance-to-claim-citizenship-of-india.jpgবঙ্গ-নিউজঃবাংলাদেশ ও পাকিস্তানের অন্তত দুই লাখ হিন্দু ভারতে অস্থায়ীভাবে বসবাস করছেন। এদেরকে নাগরিকত্ব দিতে পারে ভারত সরকার।
সম্প্রতি ভারতের নাগরিক আইন ১৯৫৫-এর নতুন সংশোধনীর খসড়া চূড়ান্ত করা হয়েছে। এটি মন্ত্রীসভায় পাশ হলেই নাগরিক হওয়ার আবেদন করতে পারবেন ভারতে অবস্থান করা বাংলাদেশি ও পাকিস্তানি হিন্দুরা।

ভারত সরকার এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক’ ও ‘মানবিক’ পদক্ষেপ বলে আখ্যা দিচ্ছে। তাদের মতে, ‘ধর্মীয় অত্যাচারের’ ভয়ে ভারতে আসা হিন্দুদের ‘অবৈধ অভিবাসী’ মনে করা হয়। নাগরিকত্ব দিলে এই অপবাদ থেকে তারা মুক্তি পাবে।

১৯৫৫ সালের নাগরিক আইনের সংশোধনী চূড়ান্তভাবে পাশ হওয়া মানেই বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে গিয়ে থাকা হিন্দুদের নাগরিকত্ব পাওয়ার আইনি পথ খুলে যাওয়া। মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বলে আসছে, বাংলাদেশ ও পাকিস্তানে যে সব হিন্দুরা প্রতিকূল পরিস্থিতে বাস করছে, তাদের জন্য কিছু একটা করা হবে।

ধারণা করা হচ্ছে, মোদি সরকারের ওই মনোভাব পূরণ করার প্রথম পদক্ষেপই হলো নাগরিক আইন সংশোধন করা।
ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, বাংলাদেশ ও পাকিস্তানের অনেক হিন্দু ভারত সরকারের কাছে অভিযোগ করেছে যে, তাদেরকে ‘দ্বিতীয় শ্রেনির’ নাগরিক মনে করা হয়। এ ছাড়া প্রায়ই তাদেরকে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করা হয়।

তবে যে সব মুসলিম অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশ ও পাকিস্তান থেকে অভিবাসী হিসেবে ভারতে পা রেখেছে, তাদের জন্য ভারত সরকারের কোনো ভাবনার কথা জানা যায়নি। ফলে মোদি সরকারের ‘হিন্দুত্ববাদী এজেন্ডা’ সমালোচিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারত সব সময় পৃথিবীর সব হিন্দুদের নিজস্ব দেশ হতে চায়। ভারতের হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন রাষ্ট্র স্বয়ংসেবক সংঘের প্রচেষ্টাও তাই। সব হিন্দুদের এক করার জন্য সংঘ পরিবার নামে তাদের একটি উদ্যোগও আছে। বাংলাদেশ- পাকিস্তান থেকে অবৈধভাবে ভারতে যাওয়া হিন্দুদের নাগরিকত্ব দিয়ে ভারত তাদের নিজস্ব উদ্দেশ্যই সম্ভবত বাস্তবায়ন করতে চাইছে।

পুরো কার্যক্রমটি প্রাথমিকভাবে শুরু হয় ২০১৪ সালে মোদি সরকারের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে। তখনই হিন্দু অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার অঙ্গীকার করে তারা। সংশোধিত নাগরিক আইনের খসড়া মন্ত্রীসভায় পাশ হলে পুরো প্রক্রিয়াটি সমাপ্তির দিকে এগিয়ে যাবে

বাংলাদেশ সময়: ১৪:৩৮:০৯   ৪৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ