লন্ডনের ইস্ট এন্ড চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী

Home Page » বিনোদন » লন্ডনের ইস্ট এন্ড চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী
বুধবার, ১ জুন ২০১৬



2016_05_31_20_12_46_spadtxkyvlafxxfunyqpd4gxdot3zq_original.jpgবঙ্গ-নিউজ:লন্ডনের ইস্ট এন্ড চলচ্চিত্র উৎসবের ১৫ তম আসরের বিচারক প্যানেলে এবার নাম জুড়েছে বাংলাদেশের পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর। উৎসব শুরু হবে ২৩ জুন।৩১ মে ফেইসবুকে এই খবর জানান ফারুকী নিজেই। তবে ব্যস্ততার কারণে সশরীরে উৎসবে অংশ নেয়া হবে না তার, অনলাইনে সিনেমাগুলো দেখে জানাবেন তার মতামত।

এ বিষয়ে গ্লিটজকে তিনি বলেন, “আমি খুবই খুশি এই চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে। এবার প্রতিযোগীতার জন্য অনেকগুলো ভালমানের সিনেমা এসেছে। এগুলোর মধ্য থেকে সেরাদের বাছাই করাটা কঠিনই হবে।”

যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ এই চলচ্চিত্র উৎসবে ফারুকীর সঙ্গে বিচারক প্যানেলে আরও থাকবেন ‘হেলবয়’ খ্যাত অভিনেতা রন পার্লম্যান, ‘সাফ্রাগেট’ খ্যাত ব্রিটিশ নির্মাতা সারাহ গ্যাভরন এবং তুর্কি পরিচালক তলগা কারাসেলিকসহ আরও অনেকে।

ফারুকী বর্তমানে ব্যস্ত আছেন তার আন্তর্জাতিক প্রোডাকশন ‘ডুব’ নিয়ে, যেখানে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা ইরফান খান। গ্লিটজকে জানালেন, ‘ডুব’এর শুটিং শেষ হয়েছে এরমধ্যেই, এখন চলছে সম্পাদনার কাজ।

‘ডুব’এ ইরফান খান ছাড়াও অভিনয় করছেন টালিগঞ্জের অভিনেত্রী পার্নো মিত্র। ফারুকীর ভাষ্যে, শিল্পী হিসেবে তারা দুজনই বেশ পেশাদার, তাই কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ।

তিনি বলেন, “আমার সঙ্গে যারা কাজ করে, সবাই আমার বন্ধু বনে যায়। দুজনের সঙ্গেই কাজকরার অভিজ্ঞতা ছিল চমৎকার। যেহেতু ইরফান সিনেমাটি প্রযোজনাও করছেন, তাই তার সম্পৃক্ততা ছিল একটু বেশি। সব মিলিয়ে দারুণ সময় কেটেছে আমাদের।”

সিনেমাটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে আরও অভিনয় করবেন ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, যাকে সর্বশেষ দেখা গেছে অনন্য মামুনের সিনেমা ‘অস্তিত্ব’তে। এছাড়া থাকবেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।

‘ডুব’ যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজ। এছাড়া নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন ইরফান নিজে।

মূলত ইংরেজি এবং বাংলা দুটি ভাষায় মুক্তি পাবে ‘ডুব-নো বেড অফ রোজেস’। তবে ফারুকী ইঙ্গিত দিলেন, ইরফানের মাতৃভাষা হিন্দিতেও মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে সিনেমাটির। তবে এখনও নিশ্চিত নয় কিছু।

বাংলাদেশ সময়: ১৩:৫৩:৩২   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ