আর্থ-সামাজিক উন্নয়নে মডেল থাইল্যান্ড :শাহরিয়ার

Home Page » আজকের সকল পত্রিকা » আর্থ-সামাজিক উন্নয়নে মডেল থাইল্যান্ড :শাহরিয়ার
মঙ্গলবার, ৩১ মে ২০১৬



k.jpgপ্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে থাইল্যান্ডকে ‘একটি মডেল’ হিসেবে বিবেচনা করে বাংলাদেশ।থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত জাতীয় কনভেনশন সেন্টারে বাংলাদেশ এক্সপোর দ্বিতীয় দিন মঙ্গলবার উদ্বোধনী প্যানেল আলোচনায় একথা বলেন তিনি।

থাইল্যান্ডের সঙ্গে ৪৪ বছরের কূটনৈতিক সম্পর্কে এবারই প্রথমবারের মতো দেশটিতে এ ধরনের আয়োজন করল বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশের বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই এক্সপোতে বক্তব্যে থাই ব্যবসায়ীদের বাংলাদেশে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধিতে ধারাবাহিক যোগাযোগ ও মতবিনিময় চায় বাংলাদেশ।

এজন্য চলতি বছরের শেষদিকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে যৌথ কমিশনের সপ্তম বৈঠক আয়োজনের দিকে ‘তাকিয়ে’ আছে বাংলাদেশ।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের জন্য থাইল্যান্ড হচ্ছে আসিয়ানের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগের কেন্দ্র। আসিয়ানভুক্ত অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের জন্য এটাকে আমরা ব্যবহার করতে চাই।”

বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর জন্য থাইল্যান্ডের শুল্কমুক্ত প্রবেশাধিকারের ঘোষণাকে স্বাগত জানান শাহরিয়ার আলম।

বঙ্গোপসাগর দিয়ে দুই দেশের মধ্যে নৌ বাণিজ্য স্থাপনের ওপর জোর দেন তিনি।

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখে এখানে ব্যবসা করতে থাই ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এক্সপোতে অন্তত ৫৫টি বাংলাদেশি কোম্পানি তাদের রপ্তানি পণ্য তুলে ধরেছে। এগুলোর মধ্যে পাটজাত বিভিন্ন পণ্য, ফার্মাসিউটিক্যালস ও সিরামিক পণ্যই বেশি। বুধবার এই প্রদর্শনী শেষ হবে।

এক্সপোতে বিভিন্ন সেশনের প্যানেল আলোচনায় বাংলাদেশ ও থাইল্যান্ডের বাণিজ্য, শিল্প, তথ্য-প্রযুক্তি, জ্বালানি ও পর্যটন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বেশ কয়েকজন মন্ত্রী অংশ নেন

বাংলাদেশ সময়: ১৫:২৪:৫৫   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ