হিরোশিমা যেন নিরবে কাঁদছে ;বারাক ওবামা:

Home Page » এক্সক্লুসিভ » হিরোশিমা যেন নিরবে কাঁদছে ;বারাক ওবামা:
শনিবার, ২৮ মে ২০১৬



barak-obama-in-hiroshima.jpgবঙ্গ-নিউজঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ছোড়া পারমাণবিক বোমায় ক্ষতি-বিক্ষত জাপানের হিরোশিমা নগরী পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পারমাণবিক বোমার নিষ্ঠুরতায় ক্ষতিগ্রস্থ এ নগরী দেখে ওবামা বলেন, শিরোশিমা যেন নিরবে কাঁদছে। আমাদের পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়ে তোলা প্রয়োজন। এমন ভয়াবহতা বিশ্ববাসী আর দেখতে চায় না।

জাপানে অনুষ্ঠের জি-৭ সম্মেলনের ২য় দিনে শিরোশিমা পরিদর্শন করেন ওবামা। শুক্রবার দেশটির স্থানীয় সময় বিকেল সাড়ে ৫ টার কিছু সময় পর ওবামা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকের হেলিকপ্টার যোগে হিরোশিমা মেরোরিয়াল পার্কে যান। এরপর সেখানকার শিরোশিমা মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বোমায় নিহত এবং ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের। তিনি কয়েক মিনিট নিরবতাও পালন করেন।

পুষ্পস্তবক অর্পন শেষে ওবামা স্থানীয় একটি মাঠে বোমায় ক্ষতিগ্রস্থদের অংশগ্রহণে এক স্মৃতিচারণ সভায় বক্তৃতা দেন। তিনি বলেন, আমি বোমার সেই বীভৎসতা অনুভব করছি। কোন বাক্যবাণেই এ দুর্দশা এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতে প্রলেপ দেয়া সম্ভব না। বোমার ভয়াবহতাই বলে দিচ্ছে মানবতা কিভাবে বিপন্ন হয়েছে। সেই ভয়াবহতা থেকে আমরা শিক্ষা পাচ্ছি।

ওবামা হিরোশিমায় ক্ষমা চাইবেন কি না সে বিষয়ে বেশ গুঞ্জন চলছিল। তবে ওবামা ক্ষমা না চাইলেও বলেছেন, আমি হিরোশিমার মানুষদের কষ্ট অনুভব করছি। বোমায় ক্ষত-বিক্ষত সকালে সন্তান বা স্বজন হারানো ব্যাথা অনুভব করছি। সেই জঘণ্য বিদ্বেষ ঘুচাতে চাই আমরা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, গোটাবিশ্ব কৃতজ্ঞচিত্রে পারমাণবিক বোমায় নিহতদের স্মরণ করে। ইতিহাস আমাদের চরম শিক্ষা দিয়েছে। এই পারমাণবিক অস্ত্র নিশ্চয় আর কখনো মানবসভ্যতার প্রয়োজন পড়বে না।

ওবামার বক্তব্যের সময় সেখানে উপস্থিত অনেকেই আবেগ-আপ্লুত হয়ে পড়েন। ওবামা বোমায় আক্রান্তদের কষ্টের কথা শোনেন। পরিদর্শন করেন হিরোশিমা স্মৃতি জাদুঘর।

ওবামার সঙ্গে থাকা দেশটি প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, পুরোবিশ্ব এমন বীভৎসতার পুণরাবৃত্তি আর দেখতে চায় না। পারমাণবিক অস্ত্রবিহীন নতুন বিশ্ব আমাদের অঙ্গীকার।

ক্ষমতার শেষ দিকে এসে ওবামা বেশকিছু ঐতিহাসিক সফর করছেন। তিনি প্রথম হিরোশিমা পরিদশনকারী মার্কিন প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় থাকা অবস্থায় হিরোশিমায় সফর করলেন। কিছুদিন আগে ভিয়েতনাম সফর এবং গতমাসে ওবামার কিউবা সফর সৃষ্টি করেছে নতুন ইতিহাস।

বাংলাদেশ সময়: ২২:৫১:১২   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ