বাণিজ্যের মাধ্যমে ৮০ শতাংশ অর্থ পাচার হয়

Home Page » অর্থ ও বানিজ্য » বাণিজ্যের মাধ্যমে ৮০ শতাংশ অর্থ পাচার হয়
বৃহস্পতিবার, ২৬ মে ২০১৬



sulko

বঙ্গ-নিউজঃ বাণিজ্যের মাধ্যমে প্রায় ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে থাকে। চোরাচালান ও শুল্ক সংক্রান্ত অপরাধ হতে অর্জিত অর্থ বিভিন্ন বাণিজ্যিক কৌশলে স্থানান্তর, হস্তান্তর ও ভোগের ক্ষেত্রসমূহে ব্যবহৃত হয়ে থাকে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধ’- শীর্ষক দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় এই তথ্য উঠে আসে।
বুধবার শুল্ক গোয়েন্দার কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এমন তথ্য দিয়ে বলেন, ‘আর্ন্তজাতিক গবেষণায় দেখা গেছে বাণিজ্যের মাধ্যমে প্রায় ৮০ ভাগ অর্থ পাচার হয়ে থাকে। যা চোরাচালান ও শুল্ক সংক্রান্ত অপরাধ হতে অর্জিত হয়। তাই অবৈধভাবে অর্জিত ‘ডার্টিমানি” বিভিন্নভাবে স্থানান্তর, হস্তান্তর, স্তরীকরণ ও ভোগের ক্ষেত্রসমূহ যথাযথভাবে আইনের আওতায় আনতে পারলে মানিল্ডারিং প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। অন্যদিকে সমাজে নানা ধরনের অপরাধ প্রবণতাও কমে যাবে।’
সরকারের সুশাসনকে সামনে রেখে কাস্টমসের সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিভিন্ন শুল্ক দপ্তরের ৫৩ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
যেখানে বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞগণ প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, এ সংক্রান্ত মামলা ও চার্জশিট এবং পরবর্তী সময়ে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১:০৭:৪৫   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ