ইউরোপে প্রবেশাধিকার না পেলে চুক্তি আটকে দেবে তুরস্ক

Home Page » বিশ্ব » ইউরোপে প্রবেশাধিকার না পেলে চুক্তি আটকে দেবে তুরস্ক
বৃহস্পতিবার, ২৬ মে ২০১৬



ইউরোপে প্রবেশাধিকার না পেলে চুক্তি আটকে দেবে তুরস্ক

বঙ্গ-নিউজঃ তুর্কিরা যদি শেনজেন এলাকায় ভিসামুক্ত প্রবেশাধিকার না পায়, তাহলে শরণার্থীদের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চুক্তিটি আটকে দিতে পারে তুরস্কের পার্লামেন্ট। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান একথা বলেছেন।

গত মার্চে হওয়া চুক্তিটিতে ইইউর পাসপোর্টমুক্ত শেনজেন এলাকায় প্রবেশাধিকারের বিষয়টি ছিল তুরস্কের প্রধান একটি দাবি। তবে ইইউ জানায়, প্রবেশাধিকার অনুমোদন করতে পারার আগে সন্ত্রাস আইনসহ তুরস্কের এখনো নির্দিষ্ট শর্ত পূরণ করা দরকার।

চুক্তি অনুসারে শেনজেন এলাকায় ভিসামুক্ত প্রবেশাধিকার পেতে হলে জুনের শেষ নাগাদ তুরস্ককে ৭২টি শর্ত পূরণ করতে হবে। তবে সোমবার এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করা জার্মান প্রেসিডেন্ট এঙ্গেলা মের্কেল বলেছেন, সম্ভবত শর্তগুলো সম্পূর্ণ করার যথেষ্ট সময় নেই।

এ রকম পরিস্থিতিতে ইস্তাম্বুলে ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান সামিটের সমাপনী অনুষ্ঠানে এরদোগান বলেন, ‘যদি এটা না হওয়ার দিকে যায়… তুর্কি প্রজাতন্ত্রের পার্লামেন্ট থেকে চুক্তি স্বীকৃতির কাঠামোর মধ্যে কোনো সিদ্ধান্ত বা আইন আসবে না।’ এ ছাড়া ইইউর প্রতিশ্রুত অর্থ এখনো ছাড় দেয়া হয়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, ইউরোপ অভিমুখে শরণার্থীদের স্রোত ঠেকাতে ইইউ ও তুরস্কের মধ্যে ওই চুক্তিটি হয়েছিল। তুরস্কের পক্ষে প্রধানত দেশটির সাবেক প্রধানমন্ত্রী আহমেত দাভোতুগলু চুক্তিটি নিয়ে আলোচনা করেছিলেন, অল্প কয়েকদিন আগে প্রেসিডেন্ট এরদোগান যাকে পদচ্যুত করেছেন। সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ০:৫৩:৩২   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ