কুবির সাংবাদিক সমিতির সভাপতিকে হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা

Home Page » শিক্ষাঙ্গন » কুবির সাংবাদিক সমিতির সভাপতিকে হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা
মঙ্গলবার, ২৪ মে ২০১৬



বঙ্গ-নিউজঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের সংবাদ পরিবেশন করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) সভাপতি রাসেল মাহমুদকে ক্যাম্পাস ছাড়া করার হুমকির প্রতিবাদ জানিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এছাড়াও ‘বঙ্গবন্ধু পরিষদ’, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

গত বৃহস্পতিবার সাংবাদিক সমিতির সভাপতিকে হুমকির খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বিবৃতি জানায়। প্রথমেই বিবৃতি দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। এরপরই প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস)। পর্যায়ক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস), ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

সাংবাদিক নেতাকে হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে এসব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বলেন, সাংবাদিককে হুমকি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বিভিন্ন সময় সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু বিচারহীনতার সংস্কৃতির জন্যই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা কোনো ভাবেই কাম্য নয়। এভাবে চলতে থাকলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। তাই এসব অপরাধীর বিচার হওয়া প্রয়োজন। এসব ঘটনার বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম মাজেদ তার ফেসবুক পাতায় লিখেছেন, ‘কুবিসাসের সম্মানিত সভাপতি রাসেল মাহমুদ ভাইয়ের সাথে ঘটে যাওয়া নিন্দনীয় ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে। আর তা না হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সুষ্ঠু বিচারের জন্য মাঠে নামতে বাধ্য হবে…।’

এছাড়াও নিন্দা ও ক্ষোভ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যায়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’, নাট্য সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ আবৃত্তি সংগঠন ‘অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র’সহ সাংস্কৃতিক সংগঠনগুলো।

বাংলাদেশ সময়: ০:২৪:৩৯   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ