শহরে নতুন নাচনেওয়ালী

Home Page » বিনোদন » শহরে নতুন নাচনেওয়ালী
শনিবার, ২১ মে ২০১৬



বঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকার মেয়ে হৃদি শেখ। মনে-প্রাণে বাঙালি হলেও জন্ম এবং বেড়ে ওঠা রাশিয়াতে। সেখানেই কেটেছে তার শৈশব ও কৈশোর। বিদেশে বড় হলেও দেশীয় সংস্কৃতির প্রতি ছিল অগাধ ভালোবাসা ও টান। মৌ ও মুনমুন আহমেদের নাচের অসম্ভব ভক্ত তিনি। ছোটবেলা থেকে তাদের নাচ দেখে দেখেই নৃত্যের প্রতি আগ্রহ জন্মায় হৃদির। ভর্তি হন নাচের স্কুলে। মায়ের হাত ধরে প্রতিদিন নাচের স্কুলে গিয়ে রপ্ত করতে থাকেন নৃত্যের তা তা থৈ থৈ-এর মূল ব্যাকরণ।রাশিয়াতে নিজের নিজের স্কুলের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে নাচ করে প্রসংশা কুড়ান তিনি। নাচের সেই শিক্ষা আর অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার দেশের ৪৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন থ্রির বিজয় মুকুট ছিনিয়ে নিল ঢাকার এ মেয়ে।

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হওয়া এ অনুষ্ঠানের পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেয়া হয় ব্রান্ড নিউ গাড়ির চাবি এবং মাথায় পরিয়ে দেয়া হয় সুদৃশ্য বিজয় মুকুট।

জন্ম থেকেই যখন দেশের বাইরে, তখন বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে যোগাযোগটা কীভাবে হল? এমন প্রশ্নের জবাবে হৃদি বলেন, ‘জন্ম বাইরে তাতে কী, আমার ভেতরে বাংলাদেশি রক্ত। আমার মা-বাবা সব সময় বাংলাদেশি সংস্কৃতির চর্চা করেন এবং আমাকেও তা শিখিয়েছেন। রাশিয়াতে আমি সবসময় বাংলা সংস্কৃতিই সবার সামনে উপস্থাপন করি।’

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন, ভবিষ্যৎ পরিকল্পনা কী? দেশে থাকবেন, না রাশিয়ায় ফেরত যাবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার দেশেই থাকার ইচ্ছা। এখানে থেকেই নিয়মিত কাজ করতে চাই। নিয়মিত নাচ করার পাশাপাশি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করার ইচ্ছা আছে। তবে পরিবেশ যদি অনুকূলে না থাকে, তাহলে যাওয়া-আসার ওপরেই থাকতে হবে। বাকিটা ভবিষ্যৎই বলে দেবে।’

বাংলাদেশ সময়: ১৬:১৩:৫০   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ