হত্যাকাণ্ডে চারজন গ্রেপ্তার: পুলিশ

Home Page » আজকের সকল পত্রিকা » হত্যাকাণ্ডে চারজন গ্রেপ্তার: পুলিশ
মঙ্গলবার, ১৭ মে ২০১৬



ru-teacher-murder.jpgবঙ্গ-নিউজঃনিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার সদস্য মাসখানেক আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যায় অংশ নেয় জানিয়ে ওই দলের আরও তিনজনকে গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ।রাজশাহীর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন মঙ্গলবার নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “চারজনের মধ্যে তিনজন ওই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়। আরেকজন মোটর সাইকেল নিয়ে অপেক্ষা করছিল।”

গ্রেপ্তার চারজনের মধ্যে মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহকে রোববার রাতে বগুড়া থেকে আটক করা হয়।

বাকি তিনজনকে সোমবার রাতে রাজশাহী নগরীর খরখরি এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানালেও ‘তদন্তের স্বার্থে’ তাদের পরিচয় প্রকাশ করেননি পুলিশ কমিশনার।

তিনি বলেন, “আবদুল্লাহ নিজে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন। গ্রেপ্তার বাকিরাও জেএমবি সদস্য। তারা হত্যাকাণ্ডে সহায়তা ও আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন।”

গত ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিমকে নগরীর শালবাগান এলাকায় তার বাসা থেকে ৫০ গজ দূরে গলা কেটে হত্যা করা হয়।

ওই হত্যাকাণ্ডের পর এক শিবির নেতাসহ চারজনকে গ্রেপ্তার করার কথা এর আগে জানিয়েছিল পুলিশ।

সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তার জেএমবি সদস্য আবদুল্লাহ সোমবার বিকালে রাজশাহীর আদালতে ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দিতে হত্যাকাণ্ডের ‘বিস্তারিত বিবরণ’ দেন।

“আবদুল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলও সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া পাওয়া গেছে একটি চাপাতি ও একটি ছোরা।”

তবে উদ্ধার হওয়া ওই চাপাতি ও ছোরা হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়নি বলে আব্দুল্লাহ পুলিশের কাছে দাবি করেছেন বলে পুলিশ কমিশনার জানান।

তিনি বলেন, “আমরা মূল জায়গায় হাত দিয়েছি। গ্রেপ্তার বাকি তিনজনকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হবে।”

বাংলাদেশ সময়: ১৬:৪৭:০২   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ