২০১৬ সালের মধ্যেই সুন্দর ও পরিচ্ছন্ন শহর উপহার দেব: সাঈদ খোকন

Home Page » আজকের সকল পত্রিকা » ২০১৬ সালের মধ্যেই সুন্দর ও পরিচ্ছন্ন শহর উপহার দেব: সাঈদ খোকন
মঙ্গলবার, ১৭ মে ২০১৬



২০১৬ সালের মধ্যেই সুন্দর ও পরিচ্ছন্ন শহর উপহার দেব: সাঈদ খোকন বঙ্গ-নিউজ ডটকমঃ ভবিষ্যৎ নির্বাচন ও ভোটের চিন্তা আমি করি না উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, পাহাড় সমান ঋণের বোঝা মাথায় নিয়ে মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি। যদিও ঢাকা শহরের পুঞ্জীভূত হাজারো সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবুও বাধাবিপত্তি উপেক্ষা করে এর মধ্য দিয়েই বাসযোগ্য, পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়তে অবিরাম কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি ২০১৬ সালের মধ্যেই নগরবাসীকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর উপহার দিতে পারব।
মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার এক বছর পূর্তি উপলক্ষে সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘এক বছরে ফিরে দেখা এগিয়ে যাচ্ছে দক্ষিণ ঢাকা’ শীর্ষক অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক বিমানমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব খান মোহাম্মদ রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন (বিএন) রকিব উদ্দিনসহ সংস্থার সব কাউন্সিলর এবং কর্মকর্তারা। এ সময় পাওয়ার পয়েন্টের মাধ্যমে ডিএসসিসির গত এক বছরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, দায়িত্ব নেয়ার সময় ঋণসহ প্রায় ৫০০ কোটি টাকা ঘাটতি ছিল। কিন্তু এ সময়ের মধ্যে অনেক ঋণ পরিশোধ করেছি। আবার নতুন নতুন কাজ করতে গিয়ে আবার ঋণী হয়েছি। যদিও এ শহরটিতে দীর্ঘ দিনের যে পুঞ্জীভূত সমস্যা আছে তা সমাধান করার অর্থ আমাদের নেই। তবে প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন টাকার চিন্তা কর না, প্রকল্প তৈরি কর। আমি তার আশ্বাসেই প্রকল্প তৈরি করেছি, কাজ করছি। এ পর্যন্ত ডিএসসিসির উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে প্রধানমন্ত্রী আমাকে এক হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আরো বিভিন্ন প্রকল্পে বরাদ্দ দেবেন। তাই এত কাজ কত দিনে করব, সেটাই ঠিক করতে পারছি না।
সৌন্দর্য বর্ধন প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, ময়লা-আবর্জনা পরিষ্কারে কিছুটা সফল হয়েছি। কিন্তু আরো সময় লাগবে। গত এক বছরে আমি লাখো ব্যানার-ফেস্টুন উচ্ছেদ করেছি। যদিও দলের প্রতি আমার টান আছে, কিন্তু পিছুটান নেই। আমি এলাকার উন্নয়নের স্বার্থে উচ্ছেদ ও অভিযান চালিয়েছি। এতে আমার দলীয় কার্যালয়ের কিছু স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। অনেকে বলেছেন এসব কারণে আমার ভবিষ্যৎ নির্বাচনে প্রভাব পড়বে। আমি বলেছি ভবিষ্যৎ নির্বাচনের চিন্তা আমি করি না। বর্তমানে নগরীটাকে বাসযোগ্য ও সুন্দর করা প্রয়োজন, সেটাই আগে করতে হবে। এ জন্য যখন যে পদক্ষেপ নিতে হবে তাই নিচ্ছি।
এবার বর্ষা মৌসুমে নগরীতে আগের মতো জলাবদ্ধতা হবে না উল্লেখ করে তিনি বলেন, অনেক ড্রেন পরিষ্কার করে ফেলেছি। বর্ষা শুরুর আগেই ৫০ ভাগ ড্রেন পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া ঢাকা ওয়াসার সঙ্গে যৌথ উদ্যোগে মানিকনগর এলাকায় পানি নিষ্কাশন পাম্প চালু হচ্ছে। এবারের বর্ষা মৌসুমে শান্তিনগরসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা অর্ধেকে নেমে আসবে আর আগামী বছর নাগাদ তা পুরোপুরি দূর হবে।
হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তার দুরবস্থা সম্পর্কে সাঈদ খোকন বলেন, ৫০ কোটি টাকা সংস্কারের জন্য খরচ করা হচ্ছে। ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। এবার রাস্তা করা হচ্ছে কংক্রিট (আরসিসি) ঢালাই দিয়ে। এতে বৃষ্টি হলেও কাজ করতে সমস্যা হবে না। আশা করছি আগামী দুই-তিন মাসের মধ্যে এ রাস্তার কাজ শেষ হয়ে যাবে। ডিএসসিসির নতুন আটটি ইউনিয়ন যুক্ত হওয়ার পর উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মেয়র বলেন, ডিএনডি বাঁধ এলাকাটি ডিএসসিসিতে পড়েছে। এখানে বছরের অর্ধেক সময় পানি আটকে থাকে। পানি নিষ্কাশনে রাতারাতি ম্যাজিক দেখানো যাবে না। তবে এ আট ইউনিয়নকে সংকট না, সম্ভাবনা হিসেবে দেখছি। এ ইউনিয়নগুলো হবে ডিএসসিসির পরিকল্পিত উপশহর। এ জন্য সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের পরামর্শের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া এগুলো উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সবার সঙ্গে কথা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬ মে মেয়র হিসেবে শপথ নেন সাঈদ খোকন। ওই বছর ১৭ মে সংস্থার বোর্ড সভার মাধ্যমে মেয়র হিসেবে দায়িত্ব শুরু করেন।

বাংলাদেশ সময়: ০:৫০:০৯   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ