নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়েছে বেঙ্গালুরু

Home Page » খেলা » নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়েছে বেঙ্গালুরু
মঙ্গলবার, ১৭ মে ২০১৬



নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়েছে বেঙ্গালুরুবিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
১৮৩ রান করেও চ্যালেঞ্জ জানাতে পারেনি সাকিবের কলকাতা। বেঙ্গালুরু জিতেছে ৯ উইকেটে, বল বাকি থাকতে।
ইডেন গার্ডেনসে কলকাতার স্কোরে খানিকটা অবদান ছিল সাকিবের ছোট্ট ঝড়ের। ইনিংসের শেষ দিকে সুযোগ পেয়ে ১১ বলে করেছিলেন অপরাজিত ১৮।
বল হাতেও রাখতে পারতেন অবদান, যদি না প্রথম ওভারেই তার বলে ক্যাচ না ছাড়তেন গৌতম গম্ভীর। কোহলির রান তখন ৩২, সাকিবকে কাট করতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন পয়েন্টে। কিন্তু সোজা আসা ক্যাচটিও হাতে জমাতে পারেননি কলকাতা অধিনায়ক। কে জানে, তখন কোহলি বিদায় নিলে হয়ত অন্যরকম হতে পারত ফল!
শেষ পর্যন্ত ৪ ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য সাকিব।
জীবন পেয়ে আরও বিধ্বংসী হয়েছেন কোহলি। আরেক পাশে ডি ভিলিয়ার্স তো ছিলেন অপ্রতিরোধ্য।
শুরুটা অবশ্য করেছিলেন ক্রিস গেইল। এবারের আইপিএলে আগের ৫ ম্যাচ মিলিয়ে করেছিলেন ১৯ রান, সর্বোচ্চ ছিল ৭। এদিন ৪ ছক্কায় ৩১ বলে ৪৯। যে শর্ট বল বরাবরই তার যম, সেটিতেই ছিলেন দুর্দান্ত। ৭১ রানের উদ্বোধনী জুটির পর গেইল আউট হন সুনিল নারাইনের অসাধারণ এক আর্মারে।
এরপর কোহলি ও ডি ভিলিয়ার্সের আরও একটি শতরানের জুটি। এবার ৬৭ বলে অবিচ্ছিন্ন ১১৫। ৫১ বলে ৭৫ রানে অপরাজিত কোহলি, ৩১ বলে ৫৯ ডি ভিলিয়ার্স। দুজনের ইনিংসেই ৫টি চার, ৩টি ছয়; তাতে বিধ্বস্ত কলকাতা।
কোহলি গড়েছেন আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড (৭৫২)।
ক্যাচ ছাড়ার আগে ব্যাট হাতে গম্ভীর করেছেন ৩৪ বলে ৫১। তিনে নেমে ৩৫ বলে ৫০ মনিশ পান্ডে।
শেষ দিকে চোখধাঁধানো কিছু শটে আন্দ্রে রাসেল ১৯ বলে অপরাজিত ৩৯। সঙ্গে সাকিবের ওই ইনিংস। দুজনের জুটি ছিল ২৮ বলে ৫৮ রানের।

বাংলাদেশ সময়: ০:৪০:৩৪   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ