বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্ত্রের রাজনীতি বিশ্বাস করেনা।

Home Page » আজকের সকল পত্রিকা » বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্ত্রের রাজনীতি বিশ্বাস করেনা।
সোমবার, ১৬ মে ২০১৬



 

বঙ্গ-নিউজ ডটকমঃ
বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্ত্রের রাজনীতি বিশ্বাস করেনা বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘‘বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে, তাই ক্ষমতায় যেতে কারো সঙ্গে হাত মেলায় না বিএনপি।”

রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির’র উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মির্জা ফখরুল বলেন,‘‘আওয়ামী লীগ খালেদা জিয়াকে ভয় পায়। তাই রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে উনার (খালেদা জিয়ার) বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় চার্জশীট দিচ্ছে। তারা মনে করে খালেদা জিয়া বাইরে থাকলে জনগণের কাছে যাবেন। আওয়ামী লীগ জোর করে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।”

তিনি বলেন, ‘‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই সকল মামলা প্রত্যাহারের দাবি জানায়। এই সরকার সম্পূর্ণভাবে অনির্বাচিত ও অনৈতিক। তারা ছলে-বলে কৌশলে ক্ষমতায় টিকে থাকতে চায়। অথচ এই আওয়ামী সরকারই একদিন গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন। আজ তারাই গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে।”

ফখরুল বলেন, ‘‘আওয়ামী লীগ মনে করে বিএনপি টিকে থাকলে এবার ২১ বছর নয়, ৪২ বছর ক্ষমতা থেকে দুরে সরে থাকতে হবে।”

তিনি বলেন, ‘‘এই জালেম ও স্বৈরচার সরকারকে বিদায় করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তাই বিএনপিকে সকল গণতান্ত্রিক শক্তিকে একত্র করে জাতীয় ঐক্যগড়ে তুলতে হবে। শাসকদলকে বাধ্য করতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠায় একটি সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ নিতে।”

দেশের চলমান সংকট নিরসনে আলাপ-আলোচনার উদ্যোগ নিতে ক্ষমতাসীনদের প্রতি আহবান জানান মির্জা ফখরুল।

নগর বিএনপির আহবায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্ব অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম, হাফিজ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু এবং ছাত্রদল সভাপতি রাজীব আহসান।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৫৪   ৫১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ