ডিন নির্বাচনে আওয়ামীলীগ পন্থী শিক্ষকদের নিরঙ্কুশ জয় জাবিতে

Home Page » ফিচার » ডিন নির্বাচনে আওয়ামীলীগ পন্থী শিক্ষকদের নিরঙ্কুশ জয় জাবিতে
বুধবার, ১১ মে ২০১৬



14628831016fb29833ef8471ae1a6b6c7dcac.jpgজাবি প্রতিনিধি:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ডিন নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে আয়ামীপন্থী শিক্ষকরা। নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকরা পাঁচটি অনুষদের ৪টিতে জয় পেলেও বিএনপিপন্থী শিক্ষকরা হেরেছেন সব কয়টিতেই। অন্য একটি অনুষদে জয়লাভ করেছে বিএনপির বিদ্রোহী (বহিষ্কৃত) প্রার্থী।মঙ্গলবার দুপুর আড়াইটায় রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনের ফলাফল:

নির্বাচনে সমাজবিজ্ঞান অনুষদে আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক আমির হোসেন ৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নইম সুলতান পেয়েছেন ২২ ভোট। আর বিএনপিপন্থী অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১৭ ভোট।

গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে আওয়ামীপন্থী অধ্যাপক অজিত কুমার মজুমদার ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক এ. এ. মামুন পেয়েছেন ৫৫ ভোট।

কলা ও মানবিকী অনুষদে বিএনপির বিদ্রোহী (বহিষ্কৃত) অধ্যাপক মোজাম্মেল হক ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীপন্থী অধ্যাপক খালেদ হোসাইন পেয়েছেন ৪৫ ভোট এবং বিএনপিপন্থী কামরুল আহসান পেয়েছেন ১৫ ভোট।

জীব বিজ্ঞান অনুষদে আওয়ামীপন্থী অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ পেয়েছেন ৩৪ ভোট।

বিজনেস স্টাডিজ অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন আওয়ামীপন্থী শিক্ষক সহযোগী অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এ ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে। এতে প্রায় ৪৫০ শিক্ষক ভোট প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৪:১৪:৪৯   ৪৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ