অস্ট্রেলিয়ার ডাক বিভাগের কাজে ড্রোন

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » অস্ট্রেলিয়ার ডাক বিভাগের কাজে ড্রোন
রবিবার, ৮ মে ২০১৬



4bhka8781db59c1ta1_620c350.jpgবঙ্গ-নিউজঃঅ্যামাজন কিংবা গুগলের মতো বৃহৎ সব প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ড্রোন ব্যবহার শুরু করেছে।এবার একই পথে হাঁটছে অস্ট্রেলিয়ান সরকার। অস্ট্রেলিয়ার ডাক বিভাগের কাজে ড্রোন ব্যবহার করতে চাইছে তারা। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

বর্তমানে পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়ার ডাক বিভাগ চিঠিপত্র পৌঁছে দেওয়ার কাজে ড্রোন ব্যবহার করছে। দুই সপ্তাহ ধরে এই পরীক্ষা চালানো হচ্ছে। আর এ কাজে তাদের সাহায্য করছে অস্ট্রেলিয়ার ‘সিভিল এভিয়েশন সেফটি অথরিটি’।

অস্ট্রেলিয়ান দৈনিক দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এই পরীক্ষামূলক ধাপে অংশ নিতে অনেকেই বেশ আগ্রহ দেখিয়েছেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য এটা বেশ আনন্দের সংবাদ। কারণ অনেক এলাকা রয়েছে, যেখানকার নিকটস্থ পোস্ট অফিস বাড়ি থেকে কয়েক মাইল দূরে অবস্থিত।

পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুই দিন ৫০টি এলাকায় চিঠিপত্র বিলি করবে ড্রোন। বেশির ভাগই শহুরে এলাকার বাইরে অবস্থিত।

ডাক বিভাগের জন্য ব্যবহৃত ড্রোনগুলো নির্মাণ করেছে অস্ট্রেলিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান এআরআই ল্যাবস। ড্রোনে যুক্ত থাকছে প্যারাস্যুট এবং সতর্কীকরণ বিশেষ বাতি।

অন্যদিকে আর সব ড্রোনের মতো এখানে থাকছে একটি ক্যামেরা। ড্রোনের অপারেটর খুব সহজেই এই বিশেষ ক্যামেরার মাধ্যমে চলতি পথের প্রতিবন্ধকতা শনাক্ত করতে পারবেন।

২০১৬ সালের মধ্যেই ডাক বিভাগের এই ড্রোন সেবা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার ইচ্ছা রয়েছে অস্ট্রেলিয়া ডাক বিভাগের। তবে নিরাপত্তার খাতিরে তারা কোনো আপস করতে রাজি নয়।

অস্ট্রেলিয়া পোস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ফারার জানিয়েছেন, তখনই তাঁরা ডাক পরিবহনে ড্রোন ব্যবহার শুরু করবেন, যখন এর নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৩০   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ