গোপনে এসে গুরুর টিপস নিয়ে গোপনেই ঢাকা ছাড়লেন সাকিব আল হাসান

Home Page » ক্রিকেট » গোপনে এসে গুরুর টিপস নিয়ে গোপনেই ঢাকা ছাড়লেন সাকিব আল হাসান
রবিবার, ৮ মে ২০১৬



184709-abc.jpgবঙ্গ-নিউজঃইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের সফল প্রতিনিধি সাকিব আল হাসান। কিন্তু এবারের আসরে একেবারেই নিস্প্রভ বিশ্বসেরা এই অলরাউন্ডার। পাঁচ ম্যাচ খেলে তার তিনটিতে ব্যাটিং করে রান করেছেন ১১, ৬ আর ৩ অর্থাৎ মোট রান ২০। বিশ্বসেরা অলরাউন্ডারের পাশে এমন সংখ্যাগুলোকে বেমানানই বটে।তাই আইপিএলের মঞ্চে স্বরুপে ফিরতে মরিয়া সাকিব। যে কারণেই গোপনে দুই দিনের জন্য ঢাকায় ঘুরে গেছেন কলকাতা নাইট রাইডার্স অলরাউন্ডার। ব্যাট হাতে জ্বলে উঠার টিপস নিয়ে গেছেন পুরোনো কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে।

গত বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছে বিকেলেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেছেন সাকিব। ব্যাটিং অনুশীলন করেছেন শুক্রবার বিকেলেও। সবার চোখকে ফাঁকি দিয়ে দুই দিনের এই অনুশীলন পর্ব সেরে শুক্রবারই ভারতে ফিরে যান সাকিব। মূলত অনুশীলনের জন্য ঢাকায় আসার খবরটি জানাজানি হোক তা চাননি সাকিব। যে কারণে সালাউদ্দিনও ছাত্রকে সময় দিয়েছেন গোপনে।

বর্তমানে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গাজী ক্রিকেটার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘ব্যাটিং নিয়ে কাজ করার জন্য সাকিব ঢাকা এসেছিল। সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে সে বেশ চিন্তিত। তাই ব্যাটিং নিয়ে আমার সঙ্গে কয়েকটা সেশন কাজ করে গেছে, যেন আত্মবিশ্বাসটা ফিরে পায়।’

ব্যাক্তিগত পারফরম্যান্সে সাকিব আলো ছড়াতে না পারলেও এবার দুর্দান্ত খেলছে কেকেআর। এখন পর্যন্ত ৯ ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কিং খানের দল। শীর্ষস্থানটাকে সুসংহত করতে আজ আবারও মাঠে নামছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ গুজরাট লায়নস। কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হবে এই দুই দল।

বাংলাদেশ সময়: ৭:২৬:৪২   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ