প্রথম মুসলিম মেয়র সাদিক খান লন্ডনের

Home Page » প্রথমপাতা » প্রথম মুসলিম মেয়র সাদিক খান লন্ডনের
শনিবার, ৭ মে ২০১৬



 

 

 

বিবিসি বলছে, ঘোষিত ফলে পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান ৫৬ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জ্যাক গোল্ডস্মিথের প্রাপ্ত ভোট ৪৩ দশমিক ২ শতাংশ ‘ র্নির্বাচনে সাদিক পেয়েছেন ১৩ লাখ ১০ হাজার ১৪৩ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোল্ডস্মিথ পেয়েছেন ৯ লাখ ৯৪ হাজার ৬১৪ ভোট।

সাদিক খানই হচ্ছেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র, যিনি লেবার পার্টি থেকে নির্বাচিত টুটিংয়ের এমপি।

জয়ী হওয়ার পর দেওয়া ভাষণে খান বলেন, তিনি কখনো কল্পনা করেননি তার মতো কেউ লন্ডনের মেয়র নির্বাচিত হতে পারেন।

তিনি লন্ডনের সব বাসিন্দার মেয়র হবেন বলে অঙ্গীকার করেন।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় অনেক বিতর্ক ছিল। কিন্তু আমি সত্যি গর্বিত, আজ লন্ডন ভয়ের পরিবর্তে আশাবাদকেই বেছে নিয়েছে।

তিনি যোগ করেন, “ভয়ের রাজনীতিকে আমাদের শহরে স্বাগত জানানো হবে না।”

গোল্ডস্মিথ ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পর্যায়ক্রমে অভিযোগ করেছিলেন, সাদিক খানের সঙ্গে মুসলিম উগ্রপন্থিদের যোগসূত্র রয়েছে।

 

নির্বাচনী প্রচারণায় সাদিক খান লন্ডনবাসীদের পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং সাশ্রয়ী বাসস্থানের ব্যবস্থা করার উপর জোর দেন।চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই শেষবারের মতো মেয়রের টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে লন্ডনবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বরিস জনসন।

তিনি বলেছেন, “সিটি হল ছাড়ার সময় হলো। আপনাদের মেয়রের দায়িত্ব পালন করতে পেরে আমি ধন্য।”

গেল সেপ্টেম্বরে লেবার পার্টির প্রার্থী বাছাইয়ে পঞ্চম দফা ভোটে প্রায় ৫৯ শতাংশের সমর্থন পেয়েই জয়ের ইঙ্গিত দিয়েছিলেন এই বাসচালকের ছেলে সাদেক খান।

লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার আগে অবশ্য তিনি ছিলেন মানবাধিকার আইনজীবী।

স্কটল্যান্ডের নির্বাচনে লেবার পার্টির শোচনীয় ভরাডুবির পর লন্ডনের মেয়র নির্বাচনে জয় দলটিকে রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৪৯   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ