৯ মে ফের ঝড় তুলবে পানামা পেপারস

Home Page » অর্থ ও বানিজ্য » ৯ মে ফের ঝড় তুলবে পানামা পেপারস
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬



বিশ্বের রাঘব বোয়ালদের কর ফাঁকির তথ্য প্রকাশ করে রীতিমত ঝড় তোলে পানামা পেপারস। এতে রাষ্ট্রনেতা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা পদত্যাগে বাধ্য হন।

এই তথ্য ফাঁসের নেপথ্যে থাকা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) আবারও কর ফাঁকির গোপন নথি প্রকাশের ঘোষণা দিয়েছে। খবর এএফপির।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৯ মে তারা আরও গোপন নথি প্রকাশ করবে। এতে হংকং থেকে যুক্তরাষ্ট্রের নেভাডার ২১টি শাখার মাধ্যমে কর ফাঁকি দেয়া ২ লক্ষাধিক প্রতিষ্ঠান, ট্রাস্ট ও ফাউন্ডেশনের তথ্য থাকবে।

আইসিআইজে জানায়, বছরব্যাপী চালানো তদন্তের পরবর্তী পদক্ষেপ হিসেবে এসব নথি প্রকাশ করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, সেলিব্রেটি, ক্রীড়াবিদ সম্পদ লুকাতে ও আয়কর ফাঁকি দিতে পানামাভিত্তিক আইন সহায়তামুলক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে এপ্রিলের শুরুতে বিশ্বের একশ’ গণমাধ্যমের মাধ্যমে আইসিআইজে কোঅর্ডিনেট লিমিটেড গোপন নথি প্রকাশ করে, যা পানামা পেপারস নামে পরিচিত। এই নথিতে বাংলাদেশেরও বেশ কয়েকজনের নাম চলে আসে।

সে সময়ে মোসাক ফনসেকার প্রায় এক কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস করা হয়।

কর ফাঁকির গোপন তথ্য ফাঁস হওয়ায় এরই মধ্যে পদত্যাগ করেছেন স্পেনের এক মন্ত্রী ও আইসল্যান্ডের প্রধানমন্ত্রী।

তাছাড়া এ নিয়ে বেকায়দায় আছেন কয়েকটি দেশের রাষ্ট্র প্রধানসহ শীর্ষ নেতারা।

বাংলাদেশ সময়: ১৪:০৮:২৯   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ