দীর্ঘ বিরতির পর আবার সোলার ইমপালসের উড়াল

Home Page » এক্সক্লুসিভ » দীর্ঘ বিরতির পর আবার সোলার ইমপালসের উড়াল
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬



দীর্ঘ বিরতির পর আবার সোলার ইমপালসের উড়ালসম্পূর্ণ জ্বালানিবিহীন উড়োজাহাজ সোলার ইমপালস-২ সফলভাবে পাড়ি দিল প্রশান্ত মহাসাগর। সংকীর্ণ দেহের ও বিশাল ডানার এই ছোট্ট আকাশযানটি প্রায় দুই হাজার ৭১৭ মাইল অতিক্রম করে প্যাসিফিক সময় ২৩ এপ্রিল রাত ১১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউতে অবতরণ করে। শুধু সূর্যের আলোর মাধ্যমে চালিত ব্যাটারির শক্তিতে এই সুদীর্ঘ পথ পাড়ি দিয়েছে সোলার ইমপালস-২।এর আগে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় যানটির কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে হাওয়াই দ্বীপপুঞ্জে প্রায় নয় মাসের একটি যাত্রাবিরতি হয়। প্রজেক্টের কর্তারা জানান, এটি তাঁদের বিশ্বভ্রমণের একটি অংশমাত্র। জ্বালানিবিহীন ও পরিবেশবান্ধব এই উড়োজাহাজ বিশ্বব্যাপী জ্বালানি সংকটের সবচেয়ে কার্যকরী বিকল্প হতে পারে। একই সঙ্গে সম্পূর্ণ সৌরশক্তিচালিত হওয়ায় পরিবেশ দূষিত হবে না।

হাওয়াই থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত উড়ে যেতে পাইলট বারট্রান্ড পর্কিডার তিনদিন সময় লাগে। চালক একা একটানা ৬২ ঘণ্টা প্লেন চালনা করেছেন, যা একটি বিশ্বরেকর্ডও বটে। বিমানটি সূর্যের আলোর ওপর নির্ভরশীল হওয়ায় এর চালকের বিশ মিনিটের বেশি ঘুমানোর অনুমতি ছিল না।

এই সৌরশক্তিচালিত আকাশযানের মাধ্যমে সারা পৃথিবী চক্করের পরিকল্পনা রয়েছে, যার প্রথম চক্র কেবল শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় চক্র শুরু হবে জুনের প্রথম সপ্তাহে নিউইয়র্ক থেকে। যা আটলান্টিক পাড়ি দিয়ে এবং প্রায় তিন হাজার ৫৬৬ মাইল পথ অতিক্রম করে পৌঁছাবে ইউরোপে। তাদের এই বিশ্বভ্রমণের উদ্দেশ্য হলো, তারা প্রমাণ করতে চায় যে পরিবেশবান্ধব এনার্জি ও উপযুক্ত প্রযুক্তি অতুলনীয় কিছু করতে পারে- যেমন সোলার ইমপালস-২ নিয়ে ঘোরা যেতে পারে পুরো বিশ্ব।

বাংলাদেশ সময়: ১৩:৪১:১৮   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ