সূর্যের কড়া আলোয় সাবলীলভাবে তাকাতে চান চারদিকে? চোখে রোদচশমা পরে নিন। রোদেলা দিনে বাইরে যাওয়ার আগে রোদচশমা দারুণ কাজের জিনিস। তা ছাড়া ফ্যাশনেই বা কম কিসে! এই সময়ে রোদচশমা ধুলোবালি থেকেও চোখকে বাঁচাবে। সব বয়সের মানুষকেই এখন কমবেশি রোদচশমা পরতে দেখা যায়। তবে এটি ফ্যাশন অনুষঙ্গ হিসেবে তরুণদের কাছেই বেশি জনপ্রিয়। বিভিন্ন ব্র্যান্ডের রোদচশমায় আসছে নিত্যনতুন ডিজাইন।
রাজধানীর সীমান্ত স্কয়ারের চশমার দোকান সেলেব্রেশনসের ম্যানেজার ইনচার্জ মোহাম্মদ সাগর জানান, ‘ফ্যাশন-সচেতন ক্রেতাদের ওজনে হালকা-পাতলা এবং গাঢ় রঙের শেড দেওয়া রোদচশমা বেশি কিনতে দেখা যাচ্ছে। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে ভালো মানের রোদচশমার চাহিদাও বেড়েছে। সাধারণত এসব চশমার দাম একটু বেশি হয়ে থাকে।’
রোদচশমায় ব্যবহার হচ্ছে হালকা ও গাঢ় রংরোদচশমায় ব্যবহার হচ্ছে হালকা ও গাঢ় রংএকটা সময়ে কিছুটা ডিম্বাকৃতির রোদচশমাই বেশি দেখা যেত। তবে হাল ফ্যাশনে বদলে গেছে চশমার আকৃতি। চার কোনা, তিন কোনা, ক্যাটস আই, সম্পূর্ণ গোলাকার ফ্রেমের চশমা দেখা গেল বাজারে। ফ্রেমের ক্ষেত্রে প্লাস্টিক ও ধাতব-দুই ধরনেরই জনপ্রিয়তা আছে। যাঁদের চোখে সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে সাধারণ রোদচশমা খুব একটা কার্যকর নয়। তাঁরা পাওয়ার বসিয়ে তৈরি করে নিতে পারেন রোদচশমা। সে ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
হয়তো বাইরে বেরিয়েছেন, ঘরে ফিরতেই শুরু হলো প্রচণ্ড মাথাব্যথা। চোখ দিয়ে অনবরত পানি ঝরা কিংবা অ্যালার্জির সমস্যাও দেখা যায় অনেকের চোখে।
বিভিন্ন আকার ও মাপের রোদচশমা আছে বাজারেঅনেক সময় এসব সমস্যার সমাধান দিতে পারে রোদচশমা। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদুল হাসান বলেন, ‘সাধারণত আমাদের চোখ ক্ষতিগ্রস্ত হয় দুইভাবে। এক, বাইরের ধুলোবালি এবং জীবাণু দ্বারা। দুই, সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে। অতিবেগুনি (আলট্রাভায়োলেট) এবং ইনফ্রারেড রশ্মি চোখ ছাড়াও আমাদের দেহের প্রতিটি কোষের গঠনে বিঘ্ন ঘটায়। এ কারণে সব বয়সের মানুষেরই রোদচশমা ব্যবহার করা প্রয়োজন।’
চলতি ফ্যাশন এবং অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষার জন্য পাওয়া যাচ্ছে বিভিন্ন রোদচশমা। এ ছাড়া গতানুগতিক ফ্যাশনেরও কিছু রোদচশমা নিয়ে এসেছে বিভিন্ন ব্র্যান্ড।প্লাস্টিক ও ধাতব-দুই ধরনের ফ্রেমের চলই দেখা যায়যেখানে পাবেন এবং দরদাম
বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে রেব্যান, ফার্স্ট ট্র্যাক, লুইস বাটন, গুচি, আরমানি, আমেরিকান অপটিক্যােলর চাহিদা রয়েছে। এদের মধ্যে রেব্যানের দাম পড়বে ১৬ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে। ফার্স্ট ট্র্যাক ২ হাজার থেকে ১৭ হাজারের মধ্যে। আর গুচি এবং আরমানি রোদচশমাগুলোর দাম ৩ হাজার থেকে ১৪ হাজার টাকা।
আর সাশ্রয়ী মূল্যে রোদচশমা কিনতে চাইলে প্রথমেই যেই জায়গাটির নাম মনে আসে তা হলো এলিফ্যান্ট রোড। এখানে আপনি ১৫০ থেকে শুরু করে ৬ হাজার টাকা দামের মধ্যে রোদচশমা পেয়ে যাবেন। এ ছাড়া নিউমার্কেট, ফার্মগেট, সীমান্ত স্কয়ার, বিজয় নগরসহ বিভিন্ন শপিং মলে পাওয়া যাবে বিভিন্ন ধরনের রোদচশমা। এখানে আপনি বিভিন্ন ব্র্যান্ডের রেপ্লিকা রোদচশমা পাবেন।
সেই সঙ্গে ঘরে বসে অনলাইনেই বেছে নিতে পারেন আপনার পছন্দের রোদচশমা। ওপাল ফ্যাশন ওয়্যার, অল আন্ডার শি, কার্ট বিডি, অটাম, চশমা বিডি ডটকমের পেজে গিয়ে বেছে নিতে পারেন রোদচশমা।
বাংলাদেশ সময়: ০:৩১:০৬ ৩১৫ বার পঠিত