ছেলে ও মেয়েদের শার্টের রঙে ও কাটে এসেছে পরিবর্তন। মডেল: নিরব ও নীলা, ছবি: কবির হোসেনকাপড় এখানে ক্যানভাস। রং তো এতে লাগেই, কাঁচির কাটাকুটি আর সুই-সুতা, টানে ফুটে ওঠে নকশা। শিল্পীর ভূমিকায় থাকা ডিজাইনার চেষ্টা করেন নতুন কিছু তৈরি করার। গতানুগতিক পোশাকে সূক্ষ্ম কিছু পরিবর্তনেই চলে আসে আধুনিকতা। মুগ্ধ হন ক্রেতারা। ধরা যাক সাধারণ শার্টের কথাই। ছেলেরা বোধ করি এ পোশাকটাই বেশি পরেন। মেয়েরাও পরেন শার্ট। পরিচিত শার্টগুলোই রং, নকশা আর কাটের পরিবর্তনে পাচ্ছে নতুন নতুন চেহারা। এ কারণেই এবার গরমের ফ্যাশনে ছেলেমেয়ে সবার জন্যই শার্ট নতুন মাত্রা যোগ করবে। এমনটাই মনে করছেন ফ্যাশন ডিজাইনার ও বিশেষজ্ঞরা।
সারা দিনের ছোটাছুটিতে আরাম দেবে শার্টএক কাপড়েই সবকিছু। কলার, হাতা-সবকিছুতেই একই কাপড় ব্যবহার করা হতো। কিন্তু একটু খেয়াল করে দেখুন এখন কলারের ভেতরেও অন্য রঙের কাপড় দিয়ে ভিন্নতা নিয়ে আসা হয়েছে। হাতার কাফেও তা-ই। এখন দুই রং বা দুই রকমের নকশা করা কাপড় দিয়ে শার্ট বানানো হচ্ছে-জানালেন ফ্যাশন হাউস আরমাডিওর ক্রিয়েটিভ অ্যাডভাইজার ফারহিন লালারুখ খুররম। বাজার ঘুরে দেখা গেল রং আর নকশায় এ বছর বেশ ভিন্নতা আনার চেষ্টা করছে ফ্যাশন হাউসগুলো। বছরজুড়েই চলবে এ রকম পরিবর্তন। ফারহিন লালারুখ খুররম বলেন, ‘ছেলেদের শার্টে সূক্ষ্ম পরিবর্তন আনা হচ্ছে। ফ্যাশন-সচেতনরা বুঝতে পারছেন। কাফে দুটো বোতাম থাকলে একটা হয়তো লাল, আরেকটা সাদা রঙের। শার্টে বোতাম লাগানোর জন্য বিপরীত রঙের সুতারও ব্যবহারও দেখা যাচ্ছে। কাপড়ের ক্ষেত্রে সুতি, ইজিপসিয়ান কটন, মিশ্র কাপড়, লিনেন দেখা যাচ্ছে।’ প্রিন্টেড শার্টে ছাপা নকশার কোনো একটা রং বেছে নিয়ে দেওয়া হচ্ছে গলা কিংবা হাতায়। ছেলেরা এখন স্লিম কাটের দিকে বেশি ঝুঁকছে। প্যান্টের ভেতরে টাক-ইন করে পরা যায়, প্যান্টের ওপরে রেখেও পরা যাবে। এখন শার্টেও টিকিং দেওয়া হচ্ছে বলে জানান ডিজাইনাররা।
.মেয়েদের শার্টে নজর কাড়ছে ফুলেল প্রিন্টের নকশা। পলকা ডট, বিমূর্ত প্রিন্টগুলো শার্টে নিয়ে এসেছে আভিজাত্য। মেয়েদের শার্টে এবার নতুনত্ব আনবে লম্বা কাট। পেছনের লেয়ারটা বেশি লম্বা থাকবে। সামনের দিকে লেয়ারটা একটু খাটো থাকবে। এ রকম শার্ট তাঁদের জন্য আদর্শ, যাঁরা ছোট শার্টে স্বস্তিবোধ করেন না। শার্টের নিচের দিকে রাউন্ড লেয়ার, ডিশ লেয়ার কাট দেওয়া হচ্ছে। ফ্যাশন হাউস দর্জিবাড়ির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান বলেন, ‘ফ্যাশন দুনিয়ায় প্রতিবছরই ডিজাইন বদলে যায়। আন্তর্জাতিক ফ্যাশনের সঙ্গে মিলিয়ে শার্টে কাট দেওয়া হয়ে থাকে। ছেলেদের শার্টে সুতি, ভয়েল কাপড় ব্যবহার করা হচ্ছে। রেগুলার ও ফিটেড দুটি কাটই থাকবে ফ্যাশনে।’
ছেলেদের শার্টে ফুলেল নকশা ছিল। তবে সেটা হাওয়াই শার্টে বেশি দেখা যেত। এখন সাধারণ শার্টে ফুলেল ছাপ ব্যবহার করা হচ্ছে। দেখতে একদমই খারাপ লাগছে না। ছেলেদের ফুলগুলো সূক্ষ্ম আকারের হয়। মেয়েদের ফুলগুলোর আকার থাকছে বড়। ওটুর উইমেন্স বিভাগের প্রধান ডিজাইনার সৈয়দা রুমানা হক বলেন, ‘ঢিলেঢালা কাটের শার্টগুলো চলবে এবার।
মডেল: তুষারমেয়েদের শার্টেও বোতামের মধ্যে ভিন্নতা দেখা যাবে। লেসের কাজের সঙ্গে মুক্তার বোতাম ব্যবহার করা হয়েছে। ফুলের মতো বোতাম লাগানো হয়েছে ফুলেল প্রিন্টের শার্টের ওপর। শার্টে সব ধরনের হাতা থাকবে।’ মেয়েদের শার্টে এবার প্যাটার্ন বেসড কাট বেশি দেখা যাবে। শার্টে বিভিন্ন নকশার পকেটও দেখা যাবে।
মেয়েদের শার্টে দুটি কাট খুব চলছে। একটা একদম ঢিলেঢালা লম্বাটে। শেষের অংশটা কিছুটা কুর্তার মতো থাকছে বলে জানান ফারহিন লালারুখ খুররম। এগুলো ভালো মানাবে ফিটেড জিনস, টাইটসের সঙ্গে। অনেকে বেল্ট পরছেন। আবার অনেকে টাক-ইন করে পরছেন। সুতি কাপড়ের ওপর হালকা রঙের শেডের ব্যবহার করা হচ্ছে। পাতলা কাপড়ের ওপরে ফুলেল প্রিন্টগুলো গরমে স্নিগ্ধতা নিয়ে আসছে। ফিটেড শার্টগুলোর সঙ্গে স্কার্ট, পালাজ্জো ভালো মানাবে।
রঙের ক্ষেত্রে হালকা ও গাঢ় দুই ধরনের রংই পছন্দ করছেন ক্রেতারা। হালকা কাজ, লম্বা হাতার এক রঙের শার্টগুলো অনুষ্ঠানে বেশি মানাবে। প্রতিদিনের ছোটাছুটির জন্য প্রিন্টেড শার্টগুলোই ভালো।
কলারে এ বছর হালকা ভিন্নতা দেখা যাবে। ডবল কলার, বেন্ট কলার চলবে। হাতা লম্বা হোক বা ছোট-গুটিয়ে পরা হবে বেশি। শার্টে স্ট্রেট কাট থাকলেও পকেটের আশপাশে পিনটাকস, পেছনে কুঁচি থাকছে এখনকার ফ্যাশনে। কাঁধের অংশে শোল্ডার স্ট্র্যাপও ব্যবহার করা হচ্ছে।
উজ্জ্বল রং ও ফুলেল প্রিন্ট জনপ্রিয়তা পাচ্ছে তরুণদের কাছে
বাংলাদেশ সময়: ১৪:৪৪:৫৪ ৫৫৪ বার পঠিত