মাহমুদুর রহমানের মুক্তি চাইলেন মা

Home Page » আজকের সকল পত্রিকা » মাহমুদুর রহমানের মুক্তি চাইলেন মা
শনিবার, ২৩ এপ্রিল ২০১৬



জাতীয় প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমানের মা l প্রথম আলো

নিজেকে জেলে নেওয়ার বিনিময়ে হলেও ছেলের মুক্তি চেয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনার ব্যক্তিগত জিঘাংসা যদি আমার ছেলেকে দীর্ঘদিন জেলে আটক রেখেও পরিতৃপ্ত না হয়ে থাকে, তাহলে আমাকে জেলে নেওয়ার বিনিময়ে আমার নিরপরাধ সন্তানকে মুক্তি দিন।’
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘আমার দেশ’ পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহমুদা বেগম এসব কথা বলেন।
মাহমুদা বেগম বলেন, ২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে আমার দেশ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত তিনি ৮০টি মামলায় জামিন পেয়েছেন। নতুন করে তিনটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে। প্রসঙ্গত, এর মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলা।
তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়-সংশ্লিষ্ট কোনো ষড়যন্ত্রের সঙ্গে মাহমুদুর রহমান জড়িত নন। তাঁর সত্যনিষ্ঠ লেখালেখির কারণে একের পর এক মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে অন্যায়ভাবে তাঁকে আটকে রাখা হয়েছে। তিনি ‘মিথ্যা মামলা’ দায়ের প্রসঙ্গে একটি বিচার বিভাগীয় তদন্ত করার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান। মাহমুদুর রহমানের ওজন ১০ কেজি কমে গেছে দাবি করে মা মাহমুদা বেগম প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, ‘আপনি দয়া করে আমার ছেলেকে বেআইনি আটকাবস্থা থেকে মুক্তির নির্দেশ প্রদান করে এক অসহায় বৃদ্ধা মায়ের হাহাকার দূর করুন।’

মাহমুদা বেগম সাংবাদিকদের গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর ছেলের বিরুদ্ধে ভিত্তিহীন, একতরফা অভিযোগ প্রকাশ না করার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রার্থনা করছি। আমি আশা করি, তিনি একজন নারী ও মা হিসেবে আমার ব্যথা উপলব্ধি করতে সক্ষম হবেন।’

মাহমুদা বেগম বলেন, মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট যদি বাংলাদেশ সরকারকে কোনো তথ্য দিয়েও থাকে, সেখানে তাঁর ছেলের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে না। তিনি স্বচ্ছতার স্বার্থে এসব প্রকাশের দাবি জানান। মার্কিন রাষ্ট্রদূতের উদ্দেশে তিনি বলেন, ‘জয়কে অপহরণের কোনো ষড়যন্ত্র যদি সত্যিই যুক্তরাষ্ট্রে হয়ে থাকে, সে ক্ষেত্রে বিষয়টি সঠিকভাবে বাংলাদেশের জনগণকে জানানো একজন কূটনীতিকের দায়িত্বের মধ্যেই পড়ে। এ ব্যাপারে কাউকে কোনো ধূম্রজাল সৃষ্টির সুযোগ দেওয়া উচিত নয়।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কবি ফরহাদ মজহার, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, মাহমুদুর রহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৪৪   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ