শিক্ষক হত্যার প্রতিবাদে রোববার রাবিতে ধর্মঘট

Home Page » আজকের সকল পত্রিকা » শিক্ষক হত্যার প্রতিবাদে রোববার রাবিতে ধর্মঘট
শনিবার, ২৩ এপ্রিল ২০১৬



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে আগামীকাল রোববার ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষক সমিতি।শনিবার দুপুর ১২টায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে সিনেট ভবনের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।

তবে শনিবার সন্ধ্যায় শিক্ষক সমিতির সভায় অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহ আজম ।

সমাবেশে বক্তব্য দেন- রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক মো. রেজাউল করিম, ইংরেজি বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

সমাবেশে শিক্ষক নেতারা বলেন, একের পর এক বিশ্ববিদ্যালয়ের প্রগতিমনা শিক্ষকরা হত্যার শিকার হচ্ছেন। কিন্তু কোনো হত্যাকাণ্ডের সঠিক বিচার হচ্ছে না।

হত্যার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের তাৎক্ষণিক বিক্ষোভ
তারা অভিযোগ করেন, দু’একটা বিচার প্রক্রিয়া শেষ হলেও মূল হোতারা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়। পুলিশের গাফিলতি ও সাদামাঠা তদন্তের ফলে মূল আসামিরা ছাড় পেয়ে যাওয়ায় এ ধরনের ঘটনা ঘটছেই।

শিক্ষক নেতারা আরও বলেন, আমরা জানতে চাই- পুলিশ হত্যাকারীদের কেন গ্রেফতার করতে পারে না? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা বাহিনী তথা রাষ্ট্র ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে বর্তমান সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এ সময় শিক্ষক নেতারা শনিবার তাৎক্ষণিক ক্লাস বর্জন এবং আগামীকাল রোববার ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘটের ঘোষণা দেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজশাহী পুলিশের বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি দিয়ে দ্রুত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার।

বাংলাদেশ সময়: ১৪:০৬:১৮   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ