জ্বলে উঠল বার্সা, ঝলসে গেল দেপোর্তিভো

Home Page » খেলা » জ্বলে উঠল বার্সা, ঝলসে গেল দেপোর্তিভো
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬



লা লিগায় টানা তিন ম্যাচ হেরে শিরোপা দৌড়ে একক আধিপত্য শেষ বার্সেলোনার। দ্রুত ফিরতে না পারলে আগেই উঁকি দিচ্ছিল মেসিদের শিরোপা হাতছাড়ার সম্ভাবনা।তবে জয়ে ফিরতে বার্সা যে কতটা উন্মুখ ছিল সেটা টের পেল দেপোর্তিভো লা করুনিয়া। মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ী জ্বলে উঠতেই ঝলসে গেল দেপোর্তিভো।

বুধবার রাতে দেপোর্তিভোকে ৮-০ গোলে বিধ্বস্ত করে কক্ষপথে ফিরল বার্সা। আট গোলের চারটিই করেছেন সুয়ারেজ, তিনটি করিয়েছেনও। বাকি চার গোলদাতা ইভান রাকিতিচ, লিওনেল মেসি, মার্ক বার্ত্রা ও নেইমার।

খেলার ১১ মিনিটে নেইমারের নীচু ক্রসে সুয়ারেজের ফ্লিকে বল পেয়ে মেসির নেয়া জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। তবে ওই কর্নার থেকেই বার্সাকে এগিয়ে নেন সুয়ারেজ।

এর পর ২৪ মিনিটে ব্যবধান বাড়ান সুয়ারেজ। মেসির দুর্দান্ত পাসে বল পেয়ে সামনে থাকা গোলরক্ষককে কোনাকুনি শটে পরাস্ত করেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার।

দলকে ২-০ গোলে এগিয়ে দেয়ার পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সুয়ারেজের ক্রস থেকে রাকিতিচের দুর্দান্ত ভলি স্কোর লাইনটা ৩-০ করে দেয়।

মেসির ডিফেন্স চেরা পাস থেকে ৫৩ মিনিটে এই মৌসুমে নিজের ষষ্ঠ হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেজ। ‘নিঃস্বার্থ’ নেইমার নিজে গোল না করে সুয়ারেজকে বল বাড়িয়ে দিলে চতুর্থ গোলটিও করে ফেলেন এই উরুগুইয়ান।

পরে ৭৩ ও ৮১ মিনিটে বন্ধু মেসি ও নেইমারকে গোল করিয়ে কৃতজ্ঞতা স্বীকারও করেছেন সুয়ারেজ। এর মধ্যে ৭৯ মিনিটে বার্ত্রার গোলে ৮-০ তে বিধ্বস্ত হয়েই মাঠ ছাড়তে হয় দেপোর্তিভোর।

দিনের অন্য দুই ম্যাচে মাদ্রিদের দুই ক্লাবও জয় তুলে নেয়ায় পয়েন্ট টেবিলে জমে উঠেছে রুদ্ধশ্বাস লড়াই।

ফার্নান্দো তোরেসের একমাত্র গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে অ্যাটলেটিকো। বার্সার সমান পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থেকে পয়েন্ট তালিকায় দুইয়ে ডিয়েগো সিমিওনের দল।

অন্যদিকে সান্তিয়াগো বার্নাব্যুতে করিম বেনজেমা, লুকাস ভাসকুয়েজ ও লুকা মডরিচের গোলে ভিয়ারিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। এক পয়েন্ট পেছনে আছে জিদানে দল।

লা লিগায় বাকি আর চার ম্যাচ। শিরোপার এই রুদ্ধশ্বাস দৌড়ে হয়তো আরও অনেক চমকই থাকছে।

বাংলাদেশ সময়: ১১:২২:৫৯   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ