জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচ্রে ব্যান্ডের মূল ভোকালিস্ট মেজবা রহমান। নব্বই দশকের সাড়া জাগানো ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’, ‘মন কী যে চায়’, ‘স্বর্ণলতা’, ‘প্রেম যদি সত্যি হয়’, ‘দৃষ্টি প্রদীপ জ্বেলে’- এমন অনেক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। নব্বই দশক থেকে শুরু করে আজও মঞ্চ কিংবা অ্যালবাম- দু’জায়গাতেই সমানতালে জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী। পেশাগত দিক থেকে ব্যবসায়ী হলেও গানের প্রতি তার ভালোলাগা থেকেই এখনও কণ্ঠে ধারন করেন গান। শুরু থেকে আজ অব্দি শ্রোতাদের কাছে নিজের জনপ্রিয়তার জায়গা ধরে রেখেছেন একইভাবে। প্রাতিষ্ঠানিকভাবে গান শেখা না হলেও বন্ধু মহলেই গানের জন্য বেশ প্রশংসিত ছিলেন মেজবা। তাই বন্ধুদের অনুরোধে গান করা শুরু। তার পর থেকেই পুরোপুরি গানের প্রতি ভালোলাগা তৈরি হয়। সঙ্গীত জীবনের শুরুটা কীভাবে? এ প্রসঙ্গে তিনি বলেন, আগে টুকটাক গান করা হতো আর গিটার বাজাতাম। কলেজের একটি অনুষ্ঠানে বন্ধুদের আবদার রাখতেই গান করি। শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়াও পেলাম। তখন থেকে গানের চিন্তা। ১৯৯০ সালে আমরা একটি ব্যান্ড দল গঠন করি। নাম দিলাম ডিফারেন্ট টাচ্। প্রথম অ্যালবামেই আমাদের ব্যান্ড আলোচনায় আসে। তবে আলোচনায় এলেও দীর্ঘদিন কোনো অ্যালবাম উপহার দিতে পারিনি শ্রোতাদের। এরমধ্যে ব্যান্ডের চারটি অ্যালবাম করলেও নিজের কোনো একক অ্যালবাম করা হয়নি। প্রথমবারের মতো এবার একক অ্যালবাম প্রকাশ করেছি।’ অনেক দিন বিরতির পর এবারের বৈশাখে মেজবাহ প্রকাশ করছেন তার একক অ্যালবাম। অ্যালবামের নাম ‘তোমার জন্য’। সাতটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। নতুন এ অ্যালবামটিতে কথা আর সুরের প্রতি প্রাধান্যটাও ছিল বেশি। যেন শ্রোতারা তাদের প্রত্যাশা পূরণ করতে পারেন- এমনটাই জানান মেজবা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেকটা কাজে ভিন্নতা রাখার চেষ্টা থাকে সবসময়। অ্যালবামের কাজের ক্ষেত্রে এটি ছিল আরও বেশি। গানের কথা আর সুরের প্রাধান্য দেয়েছি, যেন শ্রোতারা মার্জিত গান শুনতে পারেন।’ অ্যালবামের গানগুলো লিখেছেন সোহেল রাজ, ডাব্লিউ রহমান, লিখন ও মেজবা রহমান। সুর করেছেন সোহেল রাজ, সালমান আজামি, লিখন ও মেজবা রহমান। এছাড়া মিউজিক করেছেন অমিত, সোহেল রাজ, সালমান আজামি ও পার্থ বড়ুয়া। এতদিন পর কেন একক অ্যালবাম করলেন, এমন প্রশ্নের জবাবে মেজবা বলেন, ‘অনেক দিন ধরে আমার শ্রোতারা বলছিল নতুন কিছু করার জন্য। তাদেরও আশা দিয়ে আসছিলাম অ্যালবাম করব। বলা যায় এক ধরনের কমিটমেন্ট থেকেই অ্যালবামটি করা।’ প্রথম একক অ্যালবাম হিসেবে শ্রোতাদের কাছ থেকে প্রত্যাশা অনেকটাই বেশি; তবে সেটি পূরণের জন্য সময়ের অপেক্ষায় আছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সময় নিয়ে কাজ করেছি। একটু উত্তেজনা তো কাজ করছেই। অনেকেরই হয়তো এখনও গানগুলো শোনার সুযোগ হয়নি। তবে আবদুল হাদি, আইয়ুব বাচ্চু, সামিনা চৌধুরীসহ অনেক সিনিয়র শিল্পী আছেন যারা আমার গানের জন্য অনেক প্রশংসা করেছেন। আশা করছি শ্রোতারাও ভালোভাবে গানগুলো গ্রহণ করবেন।’একক অ্যালবামের পর ব্যবসা এবং ব্যান্ডের অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেজবা। সাম্প্রতিক ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন বেশিরভাগ সময় ব্যবসা নিয়েই ব্যস্ত থাকতে হয়। পাশাপাশি আমাদের ব্যান্ডের একটি নতুন অ্যালবামের কাজ শুরু করেছি। এর মধ্যে কয়েকটি গানের কাজ শেষ হয়েছে। আশা করি সব কাজ ঠিকভাবে শেষ করতে পারলে আগামী ঈদে প্রকাশ করতে পারব।’ নতুন অ্যালবামে গান থাকবে আটটি। অ্যালবামের নাম এখনও ঠিক করা হয়নি। উল্লেখ্য, ডিফারেন্ট টাচ্রে বর্তমান লাইনাপে রয়েছেন- মেজবা রহমান (মূল ভোকাল), পিয়াল (বেজ ও ভোকাল), পলাশ (গিটার), পলাশ (ড্রামস) ও নয়ন (কি-বোর্ড)।
বাংলাদেশ সময়: ১১:০৭:০৩ ৪৭৩ বার পঠিত