শেষ অব্দি ৫০০ গোলের মাইলফলকে নিজের নাম লিখলেন কাতালান ক্লাব বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে তাতে মোটেও আনন্দ উদযাপন করতে পারলেন না তিনি। কেননা তার ব্যক্তিগত সাফল্যের রাতে আবারও হারের তিক্ত স্বাদই নিতে হয়েছে বার্সাকে। নিজেদের মাঠে তারা ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে।রবিবার রাতে বার্সেলোনার মাঠ ন্যূ ক্যাম্পে স্বাগতিকরা মুখোমুখি হয় ভ্যালেন্সিয়ার। এদিন তারা সফরকারী দলের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছ। এ ম্যাচে হার নিয়ে টানা তিনটি ম্যাচে হারলো লুইস এনরিকের শিষ্যরা। যা কিছুদিন আগেও অকল্পনীয় ছিল। টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকার পর তাদের এমন হারে কঠিন চ্যালেঞ্জই মোকাবেলা করতে হচ্ছে। সেই সঙ্গে লা লিগার শিরোপা ধরে রাখাটাও এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে গতবারের ট্রেবল জয়ী দলের।
ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্বক ভাবে খেলেন ‘এমএসএন খ্যাত ত্রয়ী লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। প্রথমার্ধেই তাদের হাত থেকে বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া হয়। এ ম্যাচে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক দিয়েগো আলভেস যেন পণ করেছিলেন কিছুতেই বার্সাকে গোল পেতে দিবেন না। তাইতো তিনি মেসি-নেইমার-সুয়ারেজের একের পর এক গোল দারুণ দক্ষতায় ঠেকিয়ে গেছেন। যেভাবে তারা খেলছিলেন এতে গোলটি যে বার্সার কাছ থেকেই আসবে তাই ধরে নেওয়া হয়েছিল। তবে বিধিবাম। গোল করলেন ঠিকই। কিন্তু নিজেদের জালেই বল জড়ালেন। ২৬ মিনিটে ইভান রাকিতিচের আত্মঘাতী গোলের সুবাদে খেলার লিড নেয় ভ্যালেন্সিয়া। এতে পুরো স্টেডিয়াম যেন নিস্তব্ধ হয়ে যায়। এই হতাশা কাটিয়ে উঠতে জোর আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বার্সা। তবে তাতেও তেমন একটা সুবিধা হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও তাদেরকে হতাশই হতে হয়েছে। ভ্যালেন্সিয়ার তরুণ ফরোয়ার্ড সান্তি মিনা ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও বেশি আক্রমণাত্বক ভাবে খেলতে শুরু করেন বার্সার ফুটবলাররা। তবে ভ্যালেন্সিয়ার সঙ্গে তারা খুব একটা সুবিধা করতে পারছিলেন না। তাদের রক্ষণ বিভাগটি ছিল খুবই শক্তিশালী। তবে শেষ অব্দি মেসির কাছ থেকে একটি গোল পায় দল। ৬৩ মিনিটে জর্দি আলবার ক্রসে বল জালে জড়ান মেসি। এতে তার ৫০০ গোলের মাইলফলকের কোটা পূর্ণ হয়। গত ৫ ম্যাচে গোলশূন্য থাকার পর এ ম্যাচ দিয়েই করলেন ক্যারিয়ারের অন্যতম গোলটি। তবে দলকে জয়ের বন্দরে নিতে ব্যর্থ হন তিনি। এরপরে তাদের আরও কয়েকটি শট বেশ দক্ষতায় ঠেকিয়ে দেন আলভেস। ফলে নিজেদের মাঠ থেকে ২-১ ব্যবধানে হেরেই বিদায় নিতে হয়েছে। দীর্ঘ ১৩ বছর পর তারা লা লিগায় পরপর ৩টি ম্যাচে পরাজিত হলো।
আগের ম্যাচে গ্রানাডাকে ৩-০ গোলে হারায় অ্যাতলেটিকো মাদ্রিদ। ফলে বার্সার সঙ্গে তাদের পয়েন্ট এখন সমান। যদিও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার দরুন বার্সাই এখনও শীর্ষে অবস্থান করছে।
শেষ চারটি ম্যাচে কাতালান ক্লাব বার্সা মাত্র ১ পয়েন্টই অর্জন করতে পেরেছে। লিগের শুরু থেকে এগিয়ে থাকলেও এখন তাদেরকে ধরে ফেলেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এখন দু’দলেরই পয়েন্ট সমান ৭৬। এমনকি প্রথম দিকে ১২ পয়েন্ট পিছিয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও এখন ১ পয়েন্টের ব্যবধানেই রয়েছে। এই টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র আর ৫টি ম্যাচ। তাই বলা যায় বেশ কঠিন অবস্থার মুখোমুখিই হতে হবে শীর্ষ সেরা এই ক্লাবটিকে।
1
বাংলাদেশ সময়: ১২:২১:১০ ৩৮১ বার পঠিত