বৃত্তির ফল মঙ্গলবার, বাড়ছে সংখ্যা

Home Page » প্রথমপাতা » বৃত্তির ফল মঙ্গলবার, বাড়ছে সংখ্যা
রবিবার, ১৭ এপ্রিল ২০১৬



primary-education_10141.jpg
প্রাথমিক বৃত্তির ফল মঙ্গলবার প্রকাশিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে এ ফল তৈরি করা হয়েছে। এবার প্রথমবারের মতো সারা দেশে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। গত বছর পর্যন্ত ৫৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হতো। ১৯ এপ্রিল দুপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃত্তির ফল প্রকাশ করবেন। বৃত্তির সংখ্যা বেড়ে যাওয়ায় বৃত্তি বণ্টন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে উপজেলা এবং ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে ১০ জনকে দেয়া হবে সাধারণ বৃত্তি। এছাড়া ৮ বিভাগের আরও ২৪ জনকে এই সাধারণ বৃত্তি দেয়া হবে। উপজেলার সেরা মেধাবীর জন্য নির্ধারিত ট্যালেন্টপুল বৃত্তি সংখ্যাও বাড়ানো হয়েছে। আগের মতোই উপজেলার মোট পরীক্ষার্থীর হারের ওপর এ সংখ্যা নির্ধারিত হবে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে এর আগে মফস্বলে ইউনিয়ন আর শহরে ওয়ার্ড পর্যায়ে ২ জন করে ছাত্রছাত্রী মোট ৪টি সাধারণ বৃত্তি পেত। উপজেলা বা বিভাগ পর্যায়ে কোনো সাধারণ বৃত্তি দেয়ার প্রচলন ছিল না। নতুন নিয়ম অনুযায়ী ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে ৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রীসহ ৬ জন সাধারণ বৃত্তি পাবে। এছাড়া উপজেলা পর্যায়ে মোট ২ জন ছাত্র ও ২ জন ছাত্রী এবং বিভাগে ৩ জন সাধারণ বৃত্তি পাবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, গত বছর পর্যন্ত মাত্র ৩৩ হাজার সাধারণ গ্রেড এবং ২২ হাজার ট্যালেন্টপুলসহ মোট ৫৫ হাজার শিক্ষার্থী এই বৃত্তি পেত। এবার থেকে ৪৯ হাজার ৫০০ সাধারণ এবং ৩৩ হাজার ট্যালেন্টপুলসহ মোট ৮২ হাজার ৫০০ ছাত্রছাত্রীকে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এবার থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগের চেয়ে বেশি হারে মাসিক সম্মানী পাবে। এখন থেকে ট্যালেন্টপুলের ছাত্রছাত্রীরা মাসে ৩০০ টাকা ও সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা মাসিক ২২৫ টাকা হারে পাবে। গত বছর পর্যন্ত প্রাথমিকে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের এককালীন দেড়শ’ টাকা দেয়া হতো। ট্যালেন্টপুলে দেয়া হতো প্রতি মাসে ২০০ টাকা করে।
ইবতেদায়িতেও বাড়ছে : একইদিন মাদ্রাসার ইবতেদায়ি স্তরের বৃত্তির ফলও ঘোষণা করা হবে। এ কথা জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফউল্ল্যা। শনিবার তিনি যুগান্তরকে জানান, আরও আগেই আমরা বৃত্তির ফল ঘোষণা করতাম। কিন্তু বৃত্তির সংখ্যা বৃদ্ধি ও আনুষঙ্গিক কাজের কারণে দেরি হয়েছে। তিনি আরও জানান, কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয় মেধাবৃত্তি বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। গত বছর পর্যন্ত আমরা ৫ হাজার ট্যালেন্টপুল এবং ১০ হাজার সাধারণ গ্রেডের বৃত্তি দিয়েছি। এবার ১০ হাজার ট্যালেন্টপুল এবং ১৫ হাজার সাধারণ গ্রেডের বৃত্তি দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪৫   ৫২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ