পেট্রল পাম্পে তেল সংকট

Home Page » আজকের সকল পত্রিকা » পেট্রল পাম্পে তেল সংকট
বুধবার, ১৩ এপ্রিল ২০১৬



পেট্রল পাম্পে তেল সংকট  বঙ্গ-নিউজ ডটকমঃ জ্বালানি তেলের দাম কমতে পারে সরকারের এই ঘোষণায় দেশের বিভিন্ন অঞ্চলের তেলের পাম্পগুলোতে তেল উত্তোলন কমে গেছে। চাহিদার তুলনায় তেল পাওয়া যাচ্ছে না পেট্রল পাম্পগুলোতে। হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা।
এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মানবকণ্ঠকে বলেন, আগামী সপ্তাহেই তেলের দাম সমন্বয় করা হবে। এ ক্ষেত্রে যে কোনো একটি তেলের দাম সমন্বয় করা হবে। তবে কোনটির দাম তা তিনি বলতে সম্মত হননি। তিনি বলেন, ফার্নেস তেলের দাম কমানো হয়েছে। এখন অন্য জ্বালানি তেলে দামও কমানো হবে। পেট্রল পাম্পের তেল সংকট সাময়িক সমস্যা। দাম কমানোর পর এ সমস্যা কেটে যাবে।
এদিকে পেট্রল পাম্পগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, যে কোনো দিন তেলের দাম কমতে পারে। এই ঘোষণার পর থেকেই এই অবস্থা শুরু হয়েছে। বেশি দামে এখন তেল কিনতে চাইছেন না কোনো পাম্প মালিক। তাই তারা ডিপো থেকে তেল তোলা কমিয়ে দিয়েছেন। এজন্য পাম্পে পাম্পে তেল সংকট দেখা দিয়েছে। গাড়ি পাম্পে গিয়েও প্রয়োজনীয় তেল পাচ্ছে না। রাজধানীর কয়েকটি পেট্রল পাম্প ঘুরে দেখা গেছে, চাহিদা অনুযায়ী তেল না পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। পেট্রল পাম্প সংশ্লিষ্টদের এ বিষয়ে জিজ্ঞেস করলে তারা উত্তর দিতে রাজি হননি।
পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক মানবকণ্ঠকে বলেন, হঠাৎ তেলের দাম কমলে মজুদ তেলের জন্য লোকসান দিতে হবে। এজন্য ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই তেল উত্তোলন কমিয়ে দিয়েছে। আর এতে সংকট কিছুটা হতেই পারে। এভাবে আগাম তেলের দাম কমানোর কথা বলা ঠিক নয়। এটা সরকারের নীতি নির্ধারকদের করা উচিত নয়। যে সংকট তৈরি হয়েছে তার জন্য দায়ী নীতি নির্ধারকরা। তেলের দাম কমানো বা বাড়ানোর কথা আগাম বলা ঠিক নয়।
গত সপ্তাহে জ্বালানি তেলের দাম কমানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এরপর থেকে এই সংকট শুরু হয়। প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো প্রস্তাবে ডিজেল, কোরোসিন, অকটেন, পেট্রলের দাম কমানোর কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়ার পর জ্বালানি বিভাগ থেকে নতুন দামের প্রজ্ঞাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩:২৮:৩৩   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ