সাকিব আল হাসান -তামিম ইকবালের জুটি

Home Page » ক্রিকেট » সাকিব আল হাসান -তামিম ইকবালের জুটি
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬



sakib-tamim-lrg20160208204134.jpg বঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকার ঘরোয়া ক্রিকেটে ফের সাকিব আল হাসান-তামিম ইকবাল জুটি দেখা যাবে। ফের তারা আবাহনীতে। এদিকে আবাহনীর হয়ে এর আগে খেলার সময় দু’জনেরই ঈষৎ সমস্যা হয়েছে। তাই আবারও তাদের আবাহনীতে দেখে কেউ কেউ অবাক হয়েছেন। যে ক্লাবের দরজা চিরকাল তাদের জন্য বন্ধ বলে মনে করা হয়েছিল, সেই ক্লাব আবারও বেছে নিল এ দু’জনকে। ঢাকা লীগে অবশ্য এমন ঘটনা নতুন নয়। প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতির মাধ্যমে দলবদলে সব সিদ্ধান্ত নেয়ার মালিক এখন শুধু ক্লাব। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও অপ্রিয় ক্লাবে না খেলে উপায় নেই খেলোয়াড়দের। এবার আবাহনীতে সাকিব-তামিমের খেলাটাই শুধু চমক নয়। কোচ খালেদ মাহমুদ সুজনেরও আবাহনীতে যাওয়া বড় চমক। খালেদ মাহমুদ প্রাইম ব্যাংকে চাকরি করেন। প্রাইম ব্যাংক ক্লাবের কোচ ছিলেন তিনি। গতবার ঢাকা লীগে প্রাইম ব্যাংককে চ্যাম্পিয়ন করিয়েছেন। এবার তিনি আবাহনীর কোচ। শোনা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো শীর্ষ কর্মকর্তার অনুরোধেই তিনি আবাহনীতে গেছেন। এদিকে শুধু তাই নয়, প্রাইম ব্যাংকের চাকরিও ছাড়ছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ। যে মোহামেডানের জন্য টাকার মায়া বাদ দিয়ে খেলেছেন মাশরাফি মুর্তজা, তাকে এবার দলে নেয়নি সাদা-কালো শিবির। রোববার প্লেয়ার্স বাই চয়েসের মাধ্যমে দলবদলে সবচেয়ে বড় চমক হয়ে থাকল সাকিব-তামিমের আবাহনীতে যাওয়া। আবাহনীর সঙ্গে তামিমের ঝামেলা ২০০৯-১০ মৌসুমে। ওই মৌসুমে ক্লাবের সঙ্গে ঝামেলা বাধে তামিমের। আবাহনী পরের মৌসুমের জন্যও তাকে দলে রাখতে চেয়েছিল। তামিম গোপনে মোহামেডানের সঙ্গে চুক্তি করে চলে যান। পরের মৌসুমে আবাহনীকে নেতৃত্ব দেন সাকিব। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে হেরে শিরোপা স্বপ্ন বিসর্জন দিতে হয় আবাহনীকে। ওই ম্যাচে সাকিবকে আবাহনীর সমর্থকরা গালাগাল করে। ক্লাব কর্মকর্তারাও তার সঙ্গে ভালো ব্যবহার করেননি। ওই ম্যাচের পর সাকিবও আবাহনীতে আর খেলবেন না, এমনটাই শোনা গিয়েছিল। এবার ঢাকা লীগে সাকিবকে পাওয়া যাবে সুপার লীগ থেকে। আইপিএলে খেলার কারণে প্রথমদিকে তাকে পাবে না আবাহনী। আবাহনী লিমিটেডের কর্মকর্তা জালাল ইউনুস জানালেন, সাকিব ও তামিমের সঙ্গে ক্লাবের কোনো ঝামেলাই নেই। তিনি বলেন, ‘খেলার মধ্যে অনেক সময় অনেক কিছু হতেই পারে। সেসব ধরে রাখলে হয় না। সাকিব ও তামিমের সঙ্গে আবাহনীর কোনো সমস্যা নেই।’ গত পরশু ‘প্লেয়ার্স ড্রাফট’ অনুষ্ঠানে বিসিবির একাধিক পরিচালক ভূমিকা বদলে আবাহনীর কর্মকর্তা হয়ে গিয়েছিলেন। প্রশ্ন উঠেছে, বিসিবির পরিচালক হয়ে তারা কী করে ক্লাবের প্রতিনিধিত্ব করলেন?

বাংলাদেশ সময়: ১৫:৪২:৫০   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ