অসাধারণ মানুষদের সাধারণ বৈশিষ্ট্য

Home Page » বিবিধ » অসাধারণ মানুষদের সাধারণ বৈশিষ্ট্য
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬



184454n-motorcycle-628x314.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  আমরা সবাই জীবনে সফল হতে চাই। কিন্তু এজন্য প্রয়োজনীয় দিননির্দেশনা ও সে অনুযায়ী চলার প্রয়োজনীয় উপকরণের অভাব রয়েছে। তবে অসাধারণ মানুষেরা চরিত্রগতভাবেই কিছু গুণের অধিকারী হন। এ গুণগুলো তাদের অসাধারণ হয়ে উঠতে সহায়তা করে। এ লেখায় রয়েছে তেমন কিছু গুণের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।
১. তারা নম্র নন
স্বাভাবিকভাবে দেখা যায় অধিকাংশ মানুষই নম্র। কিন্তু এটি শুধু বাইরের অবস্থা। ভেতরে ভেতরে অনেকেই নম্র নন। কিন্তু অসাধারণ মানুষেরা ভেতরে ভেতরে নম্র। তবে বাইরের বিষয়টি তাদের তেমনটা নয়। তারা অত্যন্ত গতিশীল এবং এ কারণে কাজের বিষয়টিকেই তারা সামনে রাখেন।
২. তারা যুক্তিতে চলেন না
অসাধারণ মানুষেরা অন্য সাধারণ মানুষের মতো যুক্তিতে চলেন না। তাদের বুদ্ধিবৃত্তিক বিষয়গুলো অনেক গভীর বিষয়। এ কারণে তারা সব বিষয়েই নিজস্ব মাপকাঠি তৈরি করে নেন। ফলে অন্যের যুক্তির বিষয়গুলো এ ধরনের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
৩. অনুপ্রেরণায় অবিশ্বাসী
অসাধারণ মানুষেরা কোনো নির্দিষ্ট অনুপ্রেরণায় বিশ্বাস করেন না। তারা নিজেরাই অনুপ্রেরণা তৈরি করেন। এ কারণে নির্দিষ্ট সময় ধরে তাদের কাজের ক্ষেত্র সীমাবদ্ধ থাকে না।
৪. ভারসাম্যপূর্ণ জীবনযাপন নয়
স্বাভাবিক মানুষ যেমন ভারসাম্যপূর্ণ জীবনযাপন করেন তেমন জীবনযাপন করেন না অসাধারণ মানুষেরা। তারা তাদের লক্ষ্য অর্জনে অন্য সব বিষয়কে বাদ দিতে দ্বীধা করেন না। এ কারণে অন্যদের সঙ্গে তাদের জীবনযাপন মেলে না।
৫. তারা ভাগ্যবান
অধিকাংশ ক্ষেত্রেই অসাধারণ মানুষদের ভাগ্যবান বলে মনে হয়। তবে তারা নিজের সে ভাগ্য নিজেরাই গড়ে থাকেন। এ ভাগ্য গড়ে তোলার পেছনে তাদের কঠোর পরিশ্রম ও মেধা কাজে লাগে।
৬. তারা শিখে নেন
প্রত্যেক মানুষেরই রয়েছে ভিন্ন ধরনের ব্যক্তিত্ব। কিন্তু ব্যক্তিত্ব যাই হোক না কেন, শিখে নেওয়ার ক্ষেত্রে ঐকান্তিক প্রচেষ্টা থাকলে যে কোনো মানুষই সফল হতে পারেন। মহান ব্যক্তিরা তাই সর্বদা শিখে নেওয়ার চেষ্টা করেন।
৭. সাফল্য কল্পনা
এ ধরনের ব্যক্তিরা তাদের সাফল্য কল্পনা করে নেন নিশ্চয়তার সঙ্গে। কোনো একজন গলফ খেলোয়াড় সহজেই বল নির্দিষ্ট গর্তে ফেলতে পারেন না। এ কাজে প্রয়োজন হয় দীর্ঘদিন অনুশীলন ও সাফল্য কল্পনা করে নেওয়া।
৮. গভীরভাবে সংযোগ স্থাপন
যে কোনো বিষয়ে সাফল্যের জন্য প্রয়োজন গভীরভাবে সে বিষয়টির সঙ্গে সংযোগ স্থাপন করা। মহান ব্যক্তিরা এ কাজটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে থাকেন। তারা কোনো একটি বিষয়ে মনোযোগী হলে তা নিয়ে সর্বদা গভীরভাবে অনুসন্ধান করেন এবং বিষয়টির সঙ্গে সংযুক্ত থাকেন। এতে তাদের সাফল্য সহজ হয়।

বাংলাদেশ সময়: ০:৪৩:০২   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ