সাকিব তামিম আবাহনীতে ॥ ‘প্লেয়ার্স বাই চয়েস’ সম্পন্ন

Home Page » খেলা » সাকিব তামিম আবাহনীতে ॥ ‘প্লেয়ার্স বাই চয়েস’ সম্পন্ন
সোমবার, ১১ এপ্রিল ২০১৬



1460338718_tamim-shakib-copy.jpg
কলাবাগান কেসিতে মাশরাফি
মোহামেডানে মুশফিক, মুস্তাফিজ
শেখ জামালে মাহমুদুল্লাহ, আরাফাত সানি
প্রাইম ব্যাংকে সাব্বির
প্রাইম দোলেশ্বরে নাসির
রূপগঞ্জে সৌম্য, মিঠুন
ব্রাদার্সে ইমরুল
ভিক্টোরিয়ায় মুমিনুল
গাজীতে বিজয়দেশের দুই সেরা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবাল। এ দুইজনই এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে একই দলে আছেন। রবিবার রাজধানীর একটি হোটেলে ‘প্লেয়ার্স বাই চয়েস’ আবাহনী লিমিটেড এ দুই ক্রিকেটারকেই দলে ভিড়িয়েছে। এর আগে ভিক্টোরিয়ার হয়ে এ দুই ক্রিকেটার এক দলে খেলেছিলেন। তবে সাকিব লীগ পর্বে খেলতে পারবেন না, তা নিশ্চিত। আবাহনী সুপার লীগে উঠলে সাকিব খেলবেন। তখন আইপিএল মিশন শেষ করে এসে ঢাকা লীগে আবাহনীর হয়ে খেলবেন সাকিব।

লীগ পর্বে ১২ দল অংশ নেবে। আবাহনী লিমিটেড, বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, কলাবাগান ক্রিকেট একাডেমি, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, কলবাগান ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ধানম-ি ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, প্রথম বিভাগ থেকে উঠে আসা ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। এ দলগুলো প্রত্যেকে পরস্পরের বিপক্ষে লড়াই করবে। একেকটি দল লীগ পর্বে ১১টি ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ৬ দল খেলবে সুপার লীগ। সেখানে প্রতিদল ৫টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার সেরা দল হবে চ্যাম্পিয়ন। লীগ পর্বে সাকিব না খেললেও সুপার লীগে ঠিকই খেলতে পারবেন। ২২ এপ্রিল শুরু হতে যাওয়া ঢাকা লীগ যে শেষ হতে দুই মাসেরও বেশি সময় লাগবে। ততদিনে আইপিএল শেষ হয়ে যাবে। ঢাকা লীগেরও সুপার লীগ খেলা শুরু হবে। সাকিবের মতো ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানও আইপিএলে খেলছেন। মুস্তাফিজকে এবার দলে ভিড়িয়েছে মোহামেডান। মুস্তাফিজও সুপার লীগে মোহামেডান উঠলে খেলতে পারবেন। আর বাকিরা শুরু থেকেই দলগুলোর হয়ে খেলবেন।

এর মধ্যে জাতীয় দলের ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দলে ভিড়িয়েছে কলাবাগান ক্রীড়া চক্র (কেসি)। মোহামেডানে মুশফিকুর রহীম ও মুস্তাফিজুর রহমান, শেখ জামাল ধানম-ি ক্লাবে মাহমুদুল্লাহ রিয়াদ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে সাব্বির রহমান রুম্মন, প্রাইম দোলেশ্বরে নাসির হোসেন ও লিজেন্ডস অব রূপগঞ্জে সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন খেলবেন। ব্রাদার্সে ইমরুল কায়েস, ভিক্টোরিয়ায় মুমিনুল হক ও গাজী গ্রুপ ক্রিকেটার্সে এনামুল হক বিজয় আছেন।

‘প্লেয়ার্স বাই চয়েস’ আইকন ক্রিকেটারে ৭, এ প্লাসে ৬, এ গ্রেডে ৪, বি প্লাসে ২৯, বি গ্রেডে ৩৪, সি গ্রেডে ৫৬, ডি গ্রেডে ২১, ই গ্রেডে ২৩ ও এফ গ্রেডে ৮ জনসহ মোট ১৮৮ ক্রিকেটারকে রাখা হয়েছে। এর মধ্য থেকে ৩০ লাখ পারিশ্রমিকের আইকন ও ২৫ লাখ পারিশ্রমিকের এ প্লাসের সব ক্রিকেটারই দল পেয়েছেন। লীগের গত আসর থেকে দুইজন করে ক্রিকেটার রেখে দেয়ার সুযোগ ছিল। গাজী গ্রুপ ক্রিকেটার্স শুরুতে দুইজন না রাখলেও পরে নিতে হয়েছে। ‘প্লেয়ার্স বাই চয়েস’ যাওয়ার আগেই প্রতিটি দলে দুইজন করে ক্রিকেটার থাকে। এর বাইরে ‘প্লেয়ার্স বাই চয়েস’ ১২ ক্রিকেটার শুধু নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। তারা সবমিলিয়ে ১৪ ক্রিকেটার দলে ভেড়ায়। যারা দল পাননি তারাও দল পেতে পারেন। যদি দলগুলো মনে করে কাউকে নেবে। সেক্ষেত্রে নির্ধারিত দামেই দল না পাওয়া ক্রিকেটারদের নিতে হবে। এবার ঢাকা লীগে মাঠে নামার পালা।

লীগের দলগুলো

আবাহনী লিমিটেড (১৩ জন) ॥ লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকলায়েন সজীব, আবুল হাসান রাজু, অভিষেক মিত্র, জুবায়ের হোসেন লিখন, তাপস বৈশ্য, অমিতাব কুমার নয়ন, আবু বকর সিদ্দীক, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

প্রাইম ব্যাংক (১৩ জন) ॥ কাজী নুরুল হাসান সোহান, শুভাগত হোম চৌধুরী, মেহেদী মারুফ, তাইবুর রহমান পারভেজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, ইয়াসির আলী রাব্বী, মনির হোসেন খান, শেহনাজ আহমেদ, মোহাম্মদ আজিম, জনি তালুকদার, ইয়াসির আরাফাত মিশু ও সাব্বির রহমান রুম্মান।

প্রাইম দোলেশ্বর (১১ জন) ॥ রনি তালুকদার, সানজামুল ইসলাম, ফরহাদ রেজা, রকিবুল হাসান, আল-আমিন হোসেন, রাহাতুল ফেরদৌস, ইমতিয়াজ হোসেন তান্না, সাগির হোসেন পাভেল, মোহাম্মদ জিয়াউর রহমান, জাকারিয়া মাসুদ, নাসির হোসেন।

কলাবাগান ক্রিকেট একাডেমি (১২ জন) ॥ মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান লিমন, ইরফান শুক্কুর, বিশ্বনাথ হালদার, মাইশুকুর রহমান, আবু জায়েদ রাহী, মোহাম্মদ আব্দুল হালিম, প্রসেনজিৎ দাস, নূর হোসেন মুন্না, তাপস ঘোষ, রিফাত প্রধান, দিদার হোসেন ইমরান।

মোহামেডান স্পোর্টিং ক্লাব (১৩ জন) ॥ নাঈম ইসলাম, আরিফুল ইসলাম, সৈকত আলী, ইজাজ আহমেদ, নাঈম ইসলাম জুনিয়র, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন মিলন, শুভাশিষ রায় চৌধুরী, হামিদুল ইসলাম হিমেল, হাবিবুর রহমান জনি, নাজমুল হোসেন, সৈয়দ গোলাম কিবরিয়া, মুশফিকুর রহীম, মুস্তাফিজুর রহমান।

লিজেন্ডস অব রূপগঞ্জ (১৪ জন) ॥ জহিরুল ইসলাম অমি, খন্দকার মোশাররফ হোসেন, তাইজুল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, আবু হায়দার রনি, জুনায়েদ সিদ্দীক, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, মেহেদী হাসান রানা, মোহাম্মদ নাহিদুল ইসলাম, সাজ্জাদুল হক রিপন, মুরাদ খান, মোহাম্মদ শাহীন হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব (১৩ জন) ॥ নাদিফ চৌধুরী, সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, আল-আমিন হোসেন (জুনিয়র), আব্দুল মজিদ, কামরুল ইসলাম রাব্বী, ফজলে রাব্বী মাহবুব, এনামুল হক, জুবায়ের আহমেদ, ডলার মাহমুদ, মাহমুদুল হক সেতু, হুমায়ুন কবির শাহীন ও মুমিনুল হক সৌরভ।

ব্রাদার্স ইউনিয়ন (১৪ জন) ॥ আসিফ হাসান, ইফতেকার সাজ্জাদ রনি, জাকির হোসেন, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ শহীদ, নাবিল সামাদ, আহমেদ সাদিকুর রহমান, সঞ্জিত সাহা দ্বীপ, তুষার ইমরান, নুরুল আলম সাদ্দাম, নাফিস ইকবাল, রুম্মান আহমেদ, শেখ নাজমুল হোসেন ও ইমরুল কায়েস।

শেখ জামাল ধানম-ি ক্লাব (১২ জন) ॥ সোহাগ গাজী, আরাফাত সানী, মার্শাল আইয়ুব, মুক্তার আলী, জয়রাজ শেখ ঈমন, শফিউল ইসলাম, শেখ নাজমুস সাদাত, জাবিথ হোসেন, রাসেল আল মামুন, মাহমুদুল করিম মিঠু, আব্দুর রহমান রনি ও মাহমুদুল্লাহ রিয়াদ।

কলাবাগান ক্রীড়া চক্র (১৩ জন) ॥ খান আব্দুর রাজ্জাক, তাসামুল হক, মোহাম্মদ শরীফউল্লাহ, সাদমান ইসলাম অনিক, তানভীর হায়দার খান, মেহরাব জুনিয়র, নিহাদুজ্জামান, জসিম উদ্দীন, দেওয়ান সাব্বির আহমেদ, হাসানুজ্জামান, রবিউল ইসলাম শিবলু, শরীফুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা।

ক্রিকেট কোচিং স্কুল (১২ জন) ॥ সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, সাঈদ সরকার, রাজিন সালেহ আলম, অমিত মজুমদার, সালেহ আহমেদ শাওন, মোহাম্মদ সালমান হোসেন লিমন, রাফাতুজ্জমান অভি, আলী আহমেদ মানিক ও মেহরাব হোসেন জোসি।

গাজী গ্রুপ ক্রিকেটার্স (১২ জন) ॥ অলক কাপালি, ইলিয়াস সানি, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান, মোহাম্মদ শরীফ, ফরহাদ হোসেন, মোহাম্মদ ফোরকান, আবু সায়েম চৌধুরী, নাসিরউদ্দিন ফারুক, সাজেদুল ইসলাম, ইমামুল মুস্তাকিম রাসেল ও এনামুল হক বিজয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৪৭   ৫০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ