উত্তরাঞ্চলে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ

Home Page » আজকের সকল পত্রিকা » উত্তরাঞ্চলে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ
সোমবার, ১১ এপ্রিল ২০১৬



image-8773.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  উত্তরাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে প্রচণ্ড তাপদাহ বয়ে যাচ্ছে। এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।টানা চার দিনের প্রচণ্ড গরমে বগুড়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খরতাপ আর অসহ্য ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। রোববার বগুড়ায় ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রের্কড করা হয়েছে। যা ছিল চলতি মৌসুমের মধ্য সবোর্চ্চ তাপমাত্রা। চৈত্রের প্রখর তাপদাহে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। তবে সবচে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও স্কুলের শিক্ষার্থীরা।

বগুড়া আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা হারুন-উর রশীদ জানান, রোববার চলতি মৌসুমের সব থেকে বেশি তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। দিন দিন তাপমাত্রা বাড়ছে। আগামীতে তাপমাত্রা আরো বাড়তে পারে। সঙ্গে তাপদাহও বাড়বে।

তবে এমন ভ্যাপসা গরম আর রোদের প্রখরতা আরো দুই একদিন থাকতে পারে। তবে বৃষ্টি হলে গরমের প্রচণ্ডতা কিছুটা কমে আসতে পারে বলে জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ অঞ্চলসহ খুলনা বিভাগে কয়েক দিন ধরে কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। দিনের বেশিরভাগ সময় থাকছে প্রখর রোদ। এতে গরমে অতিষ্ঠ মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল বলেন, চলতি তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোক ও ডায়রিয়ার
প্রকোপ দেখা দিতে পারে। এজন্য ডায়রিয়ামুক্ত থাকতে পানি ফুটিয়ে খেতে হবে। আর হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার আগেই সতর্ক থাকতে হবে। দীর্ঘ সময় রোদে না থেকে প্রচুর পরিমাণ তরল জাতীয় কিছু খেতে হবে। ঢিলাঢালা পোশাক বিশেষ করে সূতি কাপড় পরিধান করতে হবে। প্রয়োজন না হলে রোদ এড়িয়ে চলতে হবে। রোদে কাজ করার সময় মাথা ও শরীরে ঢাকনা দেয়ার ব্যবস্থা থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১:৪৮:০৬   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ