তারার মেলায় বৈশাখী আলাপন

Home Page » বিনোদন » তারার মেলায় বৈশাখী আলাপন
রবিবার, ১০ এপ্রিল ২০১৬



1460225433.jpg বঙ্গ-নিউজ ডটকমঃ  বিভিন্ন অঙ্গনের তারকা শিল্পীদের অংশগ্রহণে নির্মিত হয়েছে ‘বৈশাখী আলাপন’। এই বৈশাখী আড্ডায় অংশ নিয়েছেন কবি আসাদ চৌধুরী, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, এসআই টুটুল, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা জয়া আহসান ও ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। এটি উপস্থাপনা করেছেন ফারজানা ব্রাউনিয়া।
অনুষ্ঠানে তারকারা বৈশাখী স্মৃতিচারণের পাশাপাশি কেউ অভিনয় করেছেন, কেউ গান গেয়েছেন, আবার কেউ আবৃত্তি করেছেন। সুবর্ণা মুস্তাফার সঙ্গে অভিনয় করেছেন জাভেদ ওমর বেলিম। সামিনা চৌধুরী গল্পে গল্পে গেয়েছেন ‘বৈশাখ দেয় হাঁক দরজায়’ ও দেশের গান ‘এক শহীদের বধূ আমি’। এসআই টুটুল গেয়ে শোনান ‘ভাতের মজা নাইরে’। তবে জয়া আহসান যে গান গাইতে জানেন সেটা উপস্থিত কেউই জানতেন না। উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া বিষয়টি সবাইকে জানিয়ে দিলেন। সবার অনুরোধেই জয়া আহসান গাইলেন ‘এসো হে বৈশাখ এসো এসো’ পুরো গানটি। উপস্থিত সবাই জয়ার গানে মুগ্ধ হন। কবি আসাদ চৌধুরী কবিতা আবৃত্তি করার পাশাপাশি বাংলাদেশের প্রাসঙ্গিকতায় কিছু তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠান প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে আমার। আর উপস্থিত সবাই একে অপরকে এত পছন্দ করি যে, দেখা হওয়ার পর গল্পে-আড্ডায় অনুষ্ঠানটি বেশ জমে উঠেছিল। অনুষ্ঠানটি দর্শকেরও ভালো লাগবে।’ সামিনা চৌধুরী বলেন, ‘খুব মানসম্পন্ন একটি অনুষ্ঠান হয়েছে বৈশাখী আলাপন। আমি পুরোটা সময় বেশ উপভোগ করেছি। মুগ্ধতার আবেশ জড়িয়ে ছিল চারপাশ।’
আসছে পয়লা বৈশাখের দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচার হবে বলে জানিয়েছেন বৈশাখী আলাপনের প্রযোজক মো. মাহফুজার রহমান।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:২৩   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ