মডেল টাউনে ‘ময়লার মোড়’!

Home Page » আজকের সকল পত্রিকা » মডেল টাউনে ‘ময়লার মোড়’!
রবিবার, ১০ এপ্রিল ২০১৬



1460225132.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সবধরনের নাগরিক সুযোগ-সুবিধা থাকবে-এমন পরিকল্পনা নিয়েই ১৯৬৫ সালে উত্তরা মডেল টাউনের যাত্রা শুরু। এরপর অর্ধশতক কেটে গেলেও পরিকল্পিত সেই শহর রয়েছে শুধু কথায়। প্রায় পাঁচ লাখ জনঅধ্যুষিত এই জনপদে শুধু নেই আর নেইয়ের হাহাকার। দীর্ঘ সময়ের ব্যবধানে সে হাহাকার শুধু বেড়েই চলেছে, সমস্যার কাঙ্ক্ষিত সমাধান এখনও অনেক দূরের পথ।
এই সেই মডেল টাউন, যেখানে একটি জায়গার নাম পরিচিতি পেয়েছে ‘ময়লার মোড়’ নামে। এ নামেই বোঝা যায়, কতটা নাজুক অবস্থায় রয়েছে এই জনপদের মানুষ।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ময়লা-আবর্জনা, ধুলাবালি, ভাঙাচোরা সড়ক ও দখল-দূষণময় এক শহরে পরিণত হয়েছে উত্তরা। এলাকার অধিকাংশ সড়কের বেহাল দশা। বর্তমানে অনেক এলাকায় রাস্তায় খোঁড়াখুঁড়ি চলছে। এমন খোঁড়াখুঁড়িতে সৃষ্ট খানাখন্দ আর গর্ত মরণফাঁদ হয়ে দেখা দিয়েছে। এসব খানাখন্দ মাড়িয়ে চলতে গিয়ে প্রায়ই রাস্তাজুড়ে লেগে থাকছে যানজট, ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও। এর সঙ্গে যুক্ত হয়েছে ময়লা-আবর্জনা ও ধুলাবালির ভোগান্তি। এসব এলাকা একটু বৃষ্টির পানিতেই সয়লাব হয়ে যায়। এর ওপর এমন খোঁড়াখুঁড়ি-ক’দিন পর বর্ষা মৌসুমে ভোগান্তির শেষ থাকবে না। সঠিক ব্যবস্থাপনা না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা, যা পরিবেশ দূষণে ভোগান্তি বাড়াচ্ছে মানুষের।
উত্তরার আবদুল্লাহপুর খালে দু’পাশ থেকেই ফেলা হচ্ছে বর্জ্য। ১, ৩, ৫, ৭, ৮, ৯, ১১ ও ১২ নম্বরসহ বেশ কয়েকটি সেক্টরে গৃহস্থালির বর্জ্য সরাসরি খালে ফেলা হচ্ছে। অন্যদিকে পাইপের মাধ্যমে ফেলা হচ্ছে খালের এবং পাশের ফুলবাড়িয়া ও হরিরামপুর গ্রামের মানববর্জ্য। ফেলা হচ্ছে পোল্ট্রি খামারের বর্জ্যও। এছাড়া বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের চিকিত্সা-বর্জ্যের ভাগাড়েও পরিণত হয়েছে খালটি। এই খালটির মতো বাউনিয়া খালও দূষিত হয়ে গেছে। শুধু তাই নয়, বাদ যাচ্ছে না পরিকল্পিত লেকও। সেখানেও দখল-দূষণ হচ্ছে। লেকের অনেকাংশ সবুজ কচুরিপানা পানিকে আড়াল করলেও সেগুলো সরানো হচ্ছে না ঠিক সময়ে। এ কারণে দুর্গন্ধযুক্ত বর্জ্যের ভাগাড়ে জন্ম নেওয়া পোকামাকড় ও মশার জ্বালায় অতিষ্ঠ এলাকাবাসী। স্বাস্থ্যঝুঁকি নিয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে এখানকার মানুষের।
অন্যদিকে ১২নং সেক্টর মোড়ে সোনারগাঁ জনপদের এক পাশে ময়লা-আবর্জনা স্তূপ করে ফেলা হচ্ছে অনেক বছর ধরে। এখানে ফেলা ময়লা-আবর্জনা ফুটপাত ছাড়িয়ে রাস্তার অনেকটা অংশ দখল করে থাকছে। অনেকটা এলাকাজুড়ে এভাবে ময়লার স্তূপ আর কোথাও পাওয়া যাবে তা জানা নেই কারও। বছরের পর বছর এভাবে চলে আসায় ওই জায়গার নামই বদলে গেছে। বর্তমানে জায়গাটি ‘ময়লার মোড়’ নামে পরিচিত। এর পাশ দিয়ে গেলেই নাকে রুমাল বা হাত চেপে ধরতে হয় যাত্রী ও পথচারীদের। ময়লার মোড়ের আশপাশের বাসিন্দাদের জীবন দুর্গন্ধে অতিষ্ঠ। দিন-রাত তীব্র গন্ধ সহ্য করে বাধ্য হয়ে দূষিত এ পরিবেশে বসবাস করতে হচ্ছে তাদের।
স্থানীয় বাসিন্দা হোমিও চিকিত্সক ডা. আলাউল হক আক্ষেপ করে বলেন, একটা জায়গার নাম প্রতিষ্ঠা করতে অনেক কাঠখড় পোড়াতে হয়, পয়সা খরচ করতে হয়। অথচ কি দুর্ভাগ্য আমাদের, অবলীলায় ময়লার নামে একটি জায়গার নামকরণ হয়ে গেল চোখের সামনে। এ থেকেই বোঝা যায়, উত্তরা মডেল টাউনের কি জীর্ণদশা বিরাজ করছে।
তিনি বলেন, পরিকল্পিত শহরের হাতছানি দেওয়া হলেও বাস্তবে আজও পর্যন্ত এখানে তার কোনো ছাপ লক্ষ করা যাচ্ছে না। ভাঙাচোরা সড়ক-ফুটপাতের ধুলা, ময়লা, আবর্জনা, যানজট আর রাতে মশার কামড় খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। ১২নং সেক্টরের খালপাড় বটতলা এলাকায় উড়তে থাকা ধুলা দেখিয়ে তিনি বলেন, একজন সুস্থ মানুষকে কয়েকদিন এখানে রাখা হলে তিনি নিশ্চিত শ্বাসকষ্টে আক্রান্ত হবেন।
এলাকাবাসীর অভিযোগ, অর্ধশতকে এই জনপদে ২০ শতাংশ উন্নয়ন কাজও সম্পন্ন হয়নি। প্লট বরাদ্দ পাওয়ার পর তিন বছরের মধ্যে সেগুলো উন্নয়নের শর্ত থাকলেও অনেকেই তা মানেননি। চরম আবাসন সঙ্কটের এ শহরে এখনও প্রায় ৩০ শতাংশ প্লট উন্নয়নের বাইরেই রয়ে গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই। উত্তরার উন্নয়নে রাজউক, সিটি করপোরেশন ও ওয়াসার বনিবনা না হওয়ায় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সঠিক পরিকল্পনার অভাবকেও এক্ষেত্রে দায়ী করেন অনেকে।
উত্তরা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ডা. মঈনউদ্দিন আহমেদ বলেন, উত্তরা শহর নিয়ে সঠিক পরিকল্পনা হয়নি। এত বড় শহর করা হয়েছে অথচ ময়লা কোথায় ফেলা হবে, তা নিয়ে চিন্তা করা হয়নি। পরিকল্পনা সঠিক হলে আজকে এ দশা হতো না।

বাংলাদেশ সময়: ১:৩৬:৪৯   ৫৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ