এবারের ছবির বিষয় বাংলাদেশ

Home Page » বিনোদন » এবারের ছবির বিষয় বাংলাদেশ
শনিবার, ৯ এপ্রিল ২০১৬



untitled-16_204802.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  আলী যাকের। যিনি একাধারে মঞ্চ ও টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবে প্রদর্শিত হলো তার অভিনীত নাটক ‘দেওয়ান গাজীর কিস্সা’। কথা বলেছেন তিনি-
‘দেওয়ান গাজীর কিস্সা’ যখন শুরু করেছিলেন তখনকার কথা মনে পড়ে?হ্যাঁ। সেই ১৯৭৭ সালের কথা। এরই মধ্যে জীবন থেকে ৪০টি বছর চলে গেছে। এখন পর্যন্ত নাটকটির ৪২৯টি মঞ্চায়ন হয়েছে। সবগুলোতে অভিনয় করেছি আমি। শুরু থেকে এখনও পর্যন্ত একই অনুভূতি আর মনোযোগ কাজ করে। তবে অভিনয় আরেকটু পরিপকস্ফ হয়েছে। যৌবনের সে চঞ্চলতা এখন আর নেই। এখন ভেবে-চিন্তে করি।

এই বয়সেও নিজেকে এত সজীব আর স্বাভাবিক রাখেন কীভাবে?

ভালোবেসে কাজ করলে এটি খুব একটা কঠিন নয়। আর মঞ্চ তো সরাসরি অভিনয়ের জায়গা। টেলিভিশনের মতো থেমে থেমে অভিনয়ের সুযোগ নেই। ব্যক্তিগতভাবে আমি দর্শকের কাছ থেকেই প্রতিক্রিয়া ও অনুপ্রেরণা পাই।

১৯৭৩ সালে আপনার নির্দেশনায় প্রথম দর্শনীর বিনিময়ে নাটক প্রদর্শিত হয়। কেমন ছিল সেই অভিজ্ঞতা?

এটি একটি বড় বিপ্লব ছিল। স্বাধীনতার পর বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটকটি সপ্তাহে একদিন নিয়মিত দর্শনীর বিনিময়ে প্রদর্শনের সিদ্ধান্ত নিই। এটি সত্যিকার অর্থে দর্শক গ্রহণ করবেন বা এ উদ্যোগ সফল হবে তা ভাবিনি। কিন্তু সিদ্ধান্তে অটল ছিলাম। কিন্তু দর্শকের বিপুল অংশগ্রহণ দেখে আমরা অবাক হয়েছি। এখন মনে হয়, কিছু শুরু করা সবচেয়ে কঠিন। সে কঠিন কাজটি না করলে নাটকের এ বহমান ধারা হয়তো কখনও সম্ভব হতো না।

বর্তমানে মঞ্চনাটকের সমস্যা ও সম্ভাবনা কতটুকু?

মঞ্চে সমস্যা সবসময় ছিল। এখনও নেই তা বলা যাবে না। তবে সম্ভাবনার কথা হলো, মঞ্চনাটক কখনোই বন্ধ হবে না। এটি চলতেই থাকবে। এখন নতুন আঙ্গিকের অনেক নাটক দেখে এ বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। তবে বড় কথা হলো, ভালো মানের নাটক দরকার। কারণ মানসম্মত নাটকের দর্শকের অভাব হয় না। এ মুহূর্তে এটি সবচেয়ে বেশি দরকার।

ছবি তোলা আপনার অন্যতম প্রধান শখ। ‘বালিকারা’ শিরোনামে ছবির প্রদর্শনী করেছিলেন। এরপর বড় আয়োজনে কোনো প্রদর্শনী নেই কেন?

‘বালিকারা’ শেষ হওয়ার পর গত বছর জন্মদিন উপলক্ষে আরেকটি ছবির প্রদর্শনী হয়েছিল। সেটি বেশি সময়ের জন্য ছিল না। তবে মাস তিনেকের মধ্যে আরেকটি বড় ছবির প্রদর্শনীর করার পরিকল্পনা করেছি। এবারের ছবির বিষয় বাংলাদেশ। ক্যামেরায় নতুন বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছি।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:০৪   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ