স্মার্ট কন্ট্যাক্ট লেন্স বানাবে স্যামসাং

Home Page » এক্সক্লুসিভ » স্মার্ট কন্ট্যাক্ট লেন্স বানাবে স্যামসাং
শনিবার, ৯ এপ্রিল ২০১৬



বঙ্গ-নিউজ ডটকমঃ index.jpgসব প্রযুক্তিতেই যুক্ত হয়েছে স্মার্টনেসের ছোঁয়া। আর তাই আধুনিক ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিনিয়তই ‘স্মার্ট’ করে তোলা হচ্ছে প্রযুক্তিকে।এবার চোখের কন্ট্যাক্ট লেন্সেও যোগ হচ্ছে স্মার্ট প্রযুক্তি। আর এই নতুন প্রযুক্তি নিয়ে আসছে কোরিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। এরই মধ্যে স্মার্ট কন্ট্যাক্ট লেন্সের পেট্যান্টের জন্য আবেদন জানিয়েছে তারা। এ খবর জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

এই কন্ট্যাক্ট লেন্সটি তারবিহীন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকবে। অতিরিক্ত পলক ফেলা ঠেকাতে আরো থাকছে এমবেডেড মোশন সেন্সর।

এর আগে গুগল তাঁদের ‘গুগল গ্লাসে’র জন্য পেটেন্ট নিয়ে রেখেছে। দৃষ্টিশক্তি দুর্বল হলে বা ঝাপসা দেখলে এই গ্লাস ব্যবহারের মাধ্যমে সেই সমস্যা দূর হবে। গুগল গ্লাসে থাকবে একটি ওএলইডি ডিসপ্লে এবং পাতলা কন্ট্যাক্ট লেন্সের দুটি স্তর।

দুই বছর আগে এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করার কথা জানিয়েছিল স্যামসাং। এরই মধ্যে স্মার্ট কন্ট্যাক্ট লেন্সের একটি প্রোটোটাইপ তৈরি করেছেন স্যামসাংয়ের প্রকৌশলীরা।

এই স্মার্ট লেন্সের মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করে জানাবে। ফলে ডায়াবেটিসের রোগীরা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে পারবে।

তবে স্মার্ট কন্ট্যাক্ট লেন্সের পেট্যান্ট এখনো স্যামসাং না পাওয়ায় এই প্রযুক্তি নিয়ে আপাতত বেশি কিছু জানাতে চায় না তারা।

বাংলাদেশ সময়: ১৩:১৮:৫৮   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ