“বসুন্ধরার প্লট ৬৬ ডিলার পেলেন”

Home Page » অর্থ ও বানিজ্য » “বসুন্ধরার প্লট ৬৬ ডিলার পেলেন”
শুক্রবার, ৩১ মে ২০১৩



bg20130530213019.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ Robi an AXIATA companyদেশের সবচেয়ে উন্নতমানের সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট ও কিং ব্র্যান্ড সিমেন্টের ৬৬ ডিলারের মধ্যে বসুন্ধরার প্লট হস্তান্তর করলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ সময় তিনি প্লটগ্রহীতা ডিলারদের প্লটপ্রতি পাঁচ লাখ টাকা ছাড়ের ঘোষণা দেন। একইসঙ্গে প্রত্যেক ডিলারকে একটি করে উন্নতমানের রঙিন টেলিভিশন ও ল্যাপটপ উপহার দেওয়া হয়।বৃহস্পতিবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান নিজ হাতে তিনজন সিমেন্ট ডিলারের হাতে প্লটের নম্বরসংবলিত ফাইল পর্যায়ক্রমে তুলে দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তার প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু, জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক (সিমেন্ট সেক্টর) ইঞ্জিনিয়ার এ কে এম মাহবুবজ্জামান, উপদেষ্টা জনসংযোগ ও হেড অব এএইচআর লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ, উপদেষ্টা ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠানে তিনি বলেন, “বসুন্ধরা সিমেন্ট ও কিং ব্র্যান্ড সিমেন্ট কেবল মানেই দেশের এক নম্বর সিমেন্ট নয়, ডিলাররা একে বাজারজাতকরণের ক্ষেত্রেও এক নম্বরে প্রতিষ্ঠিত করবেন।”

এরপর তিনি ঘোষণা দেন, “যেসব ডিলার বসুন্ধরার প্লট পাবেন, তাদের কাছ থেকে প্রকৃত মূল্যের চেয়ে প্লটপ্রতি পাঁচ লাখ টাকা কম রাখা হবে।”

এ ঘোষণায় উৎফুল্ল হয়ে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত ডিলাররা।এরপর বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ডিলারদের ল্যাপটপ ও রঙিন টেলিভিশন উপহারগুলো বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরার করপোরেট অফিস থেকে প্লটের টোকেন দেখিয়ে বুঝে নিতে বলা হয়।

বসুন্ধরা গ্রুপের মহাব্যবস্থাপক (বিপণন) খন্দকার কিংশুক হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, ডিলারদের মধ্যে ৩৬ জনকে দেওয়া হয়েছে পাঁচ কাঠার প্লট।আর ৩০ জনকে দেওয়া হয়েছে তিন কাঠার প্লট।এসব প্লটের অবস্থান বসুন্ধরা আবাসিক এলাকার পি ব্লকে।শিগগিরই তারা প্লটগুলো বুঝে পাবেন।

বাংলাদেশ সময়: ৯:৫১:৩৩   ৫৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ