জাবিতে সেলফি তোলা নিয়ে শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

Home Page » শিক্ষাঙ্গন » জাবিতে সেলফি তোলা নিয়ে শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ
শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬



image_152639_0.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ মোবাইল ফোনে সেলফি তোলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে পিটিয়েছে একই বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগ কর্মীরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে জহির রায়হান অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে।পিটুনির শিকার ওই শিক্ষার্থীর নাম মো. রুবেল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪১ তম আবর্তন ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, বিকালে ছাত্রলীগ কর্মী শামীম (মার্কেটিং, ৪৩তম আবর্তন) তার বান্ধবীকে নিয়ে অডিটোরিয়ামের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় অডিটোরিয়ামে সিনেমা দেখতে আসা শিক্ষার্থী রুবেল তাদের সামনে একটি সেলফি তোলেন। সেলফিতে শামীম ও তার বান্ধবীর ছবি এসেছে সন্দেহে রুবেলের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে তাকে (রুবেল) জেরা করেন শামীম। তবে শামীম মোবাইলে তাদের ছবি খুঁজে পাননি। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থী হয়ে তর্ক করায় ছাত্রলীগ কর্মী শামীমকে চড় মারেন রুবেল। পরে ঘটনাস্থলে থাকা সিনিয়র শিক্ষার্থীরা ব্যাপারটি মিমাংসা করে দেন।

এরপর ছাত্রলীগকর্মী শামীম এ ঘটনা ভাসানী হলে জানালে হলের ১২ থেকে ১৫ জন ছাত্রলীগ কর্মী এসে রুবেলকে পিটুনি দেয়। পরে রুবেলকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পিটুনিতে অংশ নেয়া ছাত্রলীগ কর্মীদের মধ্যে ইমরান (আইন ও বিচার, ৪১ তম আবর্তন), বাবু ( সরকার ও রাজনীতি, ৪৩ তম আবর্তন), রাফি (আইন ও বিচার, ৪৩ তম আবর্তন), তারেক ও শাকিলের পরিচয় পাওয়া গেছে।

এ ব্যাপারে ছাত্রলীগ কর্মী শামীম বলেন, “রুবেল আমাকে ছাত্রদল সমর্থন করার জন্য চাপ দিচ্ছিল। আমি রাজি না হওয়ায় সে আমাকে প্রথমে মারধর করেছে। পরে আমি তাকে মারধর করেছি।”

এ ঘটনায় ইমরান ও রাফিকে ফোন করলে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৩৯   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ