রিয়ালের হতাশার রাত

Home Page » খেলা » রিয়ালের হতাশার রাত
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬



image_152511_0.jpg এল বঙ্গ-নিউজ ডটকমঃ ক্লাসিকোয় বার্সেলোনাকে হারানোর পর এবার রীতিমতো দুঃস্বপ্নই উপহার পেল রিয়াল মাদ্রিদ! জার্মান ক্লাব উলফসবুর্গের মাঠে ২-০ গোলে হারের লজ্জা নিয়ে মাঠে ছেড়েছে স্প্যানিশ জায়ান্টরা।এতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠার দৌড়ে বড় এক ধাক্কা খেল জিনেদিন জিদানের শিষ্যরা।

প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি লড়াইটা অবিস্মরণীয় করেই রাখল জার্মান ক্লাবটি। কোয়ার্টার ফাইনালের প্রথম লিগের ম্যাচটিতে ফেভারিট তকমা নিয়েই মাঠে নেমেছিল গ্যালাকটিকোরা। কিন্তু ম্যাচ শেষে তাদের হতাশাই সঙ্গী হয়। সঙ্গে যোগ হয় করিম বেনজেমার ইনজুরি। প্রথমার্ধের শেষদিকে মাঠ ছাড়েন ফ্রেঞ্চ স্ট্রাইকার।

খেলা শুরুর ১৮ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের লিড এনে দেন সুইস ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ। ডি-বক্স সীমানায় আন্দ্রে শুরলেকে ট্যাকল করে নিজেদের বিপদ ডেকে আনেন রিয়াল মিডফিল্ডার ক্যাসেমিরো।
সাত মিনিট পরই ভিজিটরদের দুঃস্বপ্ন উপহার দেন ম্যাক্সিমিলিয়ান আর্নোল্ড। তরুণ এ জার্মান মিডফিল্ডারের গোলেই ব্যবধান দ্বিগুন করে উলফসবুর্গ। দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কসরা।

পুরো ম্যাচ জুড়েই গোলের জন্য হাহাকার করেন বেল-রোনালদোরা। ম্যাচেও এর প্রভাব পড়ে। নির্ধারিত নব্বই মিনিটে রিয়ালের গোল না পাওয়াটা তো তারই প্রমাণ রাখে। শেষ পর্যন্ত ভিজিটরদের আর ম্যাচে ফেরা হয়নি। রেফারি শেষ বাঁশি বাজানোর পর রিয়ালে হতাশার বিপরীতে জয়োল্লাসে মাতেন স্বাগতিক দর্শকরা।

আগামী মঙ্গলবার (১২ এপ্রিল) শেষ আটের ফিরতি পর্বের ম্যাচে রিয়ালের মাঠে নামবে উলফসবুর্গ। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। সেমির আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে রিয়ালকে যে জ্বলে উঠতেই হবে! জিদানের সামনেও যে এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না!

বাংলাদেশ সময়: ১৬:১৫:১৫   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ