ডিজিটাল আয়নায় দেখা যাবে চামড়ার নিচে কী আছে!

Home Page » এক্সক্লুসিভ » ডিজিটাল আয়নায় দেখা যাবে চামড়ার নিচে কী আছে!
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬



beatmap-human-cardiovascular-system-3d-rendering-02.jpg
বঙ্গ-নিউজ ডটকমঃ কেমন হবে যদি কেউ একটা আয়নার সামনে দাঁড়ালে তার হাড়, মাংসপেশী, শিরা- উপশিরা দেখতে পায়? আয়নার সামনে দাঁড়ালো আর অমনিই তার সামনে হাজির হয়ে গেল তার দেহের খুটিনাটি! এমনই এক রকম আয়না বানিয়েছে একদল বিজ্ঞানী। এই ব্যাপারটা শুনতে জাদুর মত মনে হলেও আসলে এই আয়না নামক যন্ত্রমূলত কয়েকটি ভিন্ন ভিন্ন যন্ত্রের সন্নিবেশ। এই যন্ত্রের মাঝে অংশ হিসেবে আছে PET স্ক্যান, এক্স-রে ইমেজ, MRIস্ক্যান। PET স্ক্যান (positron emission tomography) দেহের টিস্যু এবং টিস্যুর গঠন বিশ্লেষণ করে। সাধারণত হার্ট ও মস্তিষ্ক সংক্রান্ত পরীক্ষায় এটি ব্যবহার করা হয়। এক্স-রে ইমেজ যেটি হাড় ও টিউমারের চিত্র ধারণ করে। MRI (magnetic resonance imaging) সাধারণত শরীরের নমনীয় অংশের চিত্র ধারণ করে। এই ডিজিটাল আয়নায় এগুলোর সাথে আরও আনুষঙ্গিক ব্যবস্থা যুক্ত হয়ে মানুষের একটি পূর্ণাঙ্গ আভ্যন্তরীণ ছবি তৈরি করে আয়নার পর্দায় ফেলে এবং দর্শক (যিনি সামনে দাঁড়িয়ে থাকবেন) তা দেখতে পায়।এর সাথে সাথে মাইক্রোসফটের তৈরি করা একটি সেন্সর কাজ করে যখন আয়নার সামনে দাঁড়ানো মানুষটি হেটে বেড়ায় কিংবা নড়াচড়া করে বেড়ায়। মাইক্রোসফটের এই মোশন ক্যাপশন ক্যামেরা দাঁড়ানো ব্যক্তির হাঁটু, কনুই, ঘাড়, মাথা, হাত-পায়ের পাতা সহ অন্যান্য শারীরিক পয়েন্টকে টার্গেট করে। হাটার সময় কিংবা নড়াচড়া করার সময় মূলত এ অঙ্গগুলোই বেশি নড়ে। এদের গতিবিধি পর্যবেক্ষণ করে একজন মানুষের একটি চলনশীল ইমেজও দিতে পারে এই ডিজিটাল আয়না।

mirror

এই আয়না নামক যন্ত্র চিকিৎসাবিজ্ঞানে বিপ্লব বয়ে আনতে পারে। ডাক্তার যখন অপারেশন করবেন তখন শরীরের ভিতরে একটু উকি মেরে দেখে নিতে পারবেন। অনেক ক্ষেত্রে শরীরের ভিতরে কোথাও একটা গোলযোগ আছে বোঝা যায় কিন্তু সেটা ঠিক কোন জায়গায় আছে এবং সে যায় জায়গা থেকে কীভাবে বের করতে হবে এসমস্ত ব্যাপারগুলো অজানা থাকত। এখন এই ডিজিটাল আয়না ব্যবহার করা হলে সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। আর এটা অন্য ইমেজের মত দ্বিমাত্রিক ইমেজ দিবে না। ত্রিমাত্রিক ইমেজ দেয়াতে মানবদেহ নিয়ে কাজকর্ম আরও সহজ হবে।

এই প্রযুক্তিকে নিরাপত্তাবাহিনীর লোকেরাও ব্যবহার করতে পারেন। সমুদ্রবন্দর, বিমান বন্দর বা গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে এটা লাগিয়ে রাখা যেতে পারে। আশপাশ দিয়ে কেউ চলে গেলে তার শরীরে লুকানো অস্ত্র শনাক্ত করা যাবে।

এর সাথে সাথে আরেকটা আরেকটা প্রশ্নের মুখোমুখি হতে হয়। সভ্য মানুষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দেহকে পোশাকে মুড়ে রাখা। কিন্তু এই ডিজিটাল আয়নার বদৌলতে এই সভ্য বৈশিষ্ট্যের ব্যাহত হবে নাতো?

এই প্রসঙ্গে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক জেমস হ্যান বলেন “এই আয়নায় মূলত সি.টি. এম.আর.আই, কিংবা এক্সরের ছবির মত ছবি পাওয়া যাবে। সত্যিকারে বাইরের ত্বকের ছবি বলতে যেটা বোঝানো হয় সেরকম কিছুই না।” নমুনা হিসেবে উপরের ছবিটা দেখে বোঝা যাবে আয়নায় কিরকম চিত্র দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:২৩   ৫২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ