‘দামি’ বলেই বাদ গাভাস্কার?

Home Page » খেলা » ‘দামি’ বলেই বাদ গাভাস্কার?
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০১৬



b702f44d1ab560073a6b003f51fcfb59-gavaskar.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ অনেক দিন ধরেই কাজ করছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআইয়ের) সঙ্গে। সেই সম্পর্কটা বোধ হয় এবার ভেস্তে যেতে বসেছে। সুনীল গাভাস্কারের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে নতুন করে বিসিসিআই চুক্তি করছে না বলেই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম। এপ্রিল-মেতে এবারের চুক্তি যখন শেষ হবে, তারপর আর সেটি নবায়ন করা হবে না বলেই জোর গুঞ্জন।কিন্তু এত দিনের সম্পর্কটা বিসিসিআই আর রাখতে চাইছে না কেন? বোর্ডের একটা সূত্র জানাচ্ছে, গাভাস্কারের পারিশ্রমিক অতিরিক্ত বেশি হওয়ার কারণেই বিসিসিআই আর নতুন চুক্তি করছে না। এমনিতে বিসিসিআই ধারাভাষ্যকারদের সঙ্গে দুভাবে চুক্তি করে। একটা দীর্ঘমেয়াদের জন্য, আরেকটি আলাদা করে প্রতিটি সিরিজে। গাভাস্কার সিরিজপ্রতিই কাজ করেছেন এত দিন। কিন্তু অন্য ধারাভাষ্যকারদের চেয়ে প্রায় আট গুণ বেশি টাকা নেন বলে জানা গেছে। অন্যরা যখন দিনপ্রতি ৩৫ হাজার থেকে ১ লাখ রুপি নেন, গাভাস্কারের জন্য সেটি ৮ লাখ রুপির কাছাকাছি। এমনকি দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে দিন প্রতি ১০ লাখ রুপি নিয়েছেন।

অবশ্য শুধু বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা নয়, গাভাস্কারের সঙ্গে বনিবনা না হওয়াও একটা কারণ বলছে বোর্ডের একটি সূত্র। বিসিসিআইয়ের অনেক নীতির সঙ্গে গাভাস্কারের নাকি প্রায়ই মতবিরোধ হতো, সেটাও একটা কারণ হতে পারে। তবে কোন বিষয়ে এই মতবিরোধ, সেটি জানা যায়নি।

এখন শোনা যাচ্ছে, দুই ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার ও হর্ষ ভোগলের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করতে যাচ্ছে বিসিসিআই। রবি শাস্ত্রীর সঙ্গেও হতে পারে লম্বা সময়ের চুক্তি। এই মুহূর্তে ভারতের টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন শাস্ত্রী। কিন্তু সেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে শিগগিরই। শাস্ত্রীও আর এই পদে থাকতে আগ্রহী নন, পুরোনো পেশায় ফিরে যেতে চান বলেই গুঞ্জন।

বাংলাদেশ সময়: ১৪:০৭:৩০   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ