ওজন ঝরাতে খেতে পারেন যে ৭ ফল

Home Page » স্বাস্থ্য ও সেবা » ওজন ঝরাতে খেতে পারেন যে ৭ ফল
সোমবার, ৪ এপ্রিল ২০১৬



456_194634.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ফল খাওয়ার গুণাগুণ অনেক। এক ফলেই আপনার শরীরে ঢুকবে প্রয়োজনীয় ভিটামিন, পুষ্টি, ফাইবার। কিন্তু, জানেন কি? দেহের অতিরিক্ত ওজন ঝরাতেও ফলের জুড়ি মেলা ভার।কোন কোন ফলে ওজন কমবে তাড়াতাড়ি?

১) আপেল- পেকটিন ফাইবার আপনার পেটও ভরাবে সেইসঙ্গে দেহে মেদের পরিমাণও কমাবে। ভারী খাবার খাওয়ার আগে আপেল খাওয়া তাই উপকারী।

২) তরমুজ- কোষ্ঠকাঠিন্য দূর করে। ওজন ঝরাতে সাহায্য করে। দিনে একটা তরমুজ কমিয়ে দেবে আপনার খিদে। সেইসঙ্গে দেহে মেদ জমতেও দেবে না।

৩) লেবু- লেবুতে আছে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড। এটি ওবেসিটির পরিমাণ কমায়।

৪) নারকেল- নারকেল যকৃতের বিপাক হার বাড়িয়ে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। এর ফলে প্রকারান্তরে নিয়ন্ত্রণে থাকে ওজন।

৫) বেদানা- দেহে লো ডেনসিটি লাইপোপ্রোটিনের হার কমায়। খিদের হার কমায়।

৬) পেঁপে- রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দেয়। রক্তে শর্করা ওবেসিটির লক্ষ্ণণ।

৭) কমলালেবু- প্রচুর পরিমাণে জল, ভিটামিন ও ফাইবার থাকে। কোষ্ঠকাঠিন্য দূর করে। ফলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৩২   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ